1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যাস পাইপ লাইন চুক্তি স্বাক্ষর করলো পাকিস্তান ও ইরান

১৭ মার্চ ২০১০

পাকিস্তান ও ইরান দীর্ঘ প্রতিক্ষীত ৭.৬ বিলিয়ন মার্কিন ডলারের গ্যাস পাইপ লাইন নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে৷ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত বুধবার জানিয়েছেন এ তথ্য৷

https://p.dw.com/p/MVIs
ফাইল ফটো

মঙ্গলবার তুরস্কে এই চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, চলতি বছরই এই গ্যাস পাইপ লাইন নির্মাণের কাজ শুরু করবে দেশ দুটি৷ আর ২০১৫ সালের মাঝামাঝির মধ্যে তা শেষ হবে বলেও জানিয়েছে তারা৷

চূড়ান্ত চুক্তি অনুযায়ী, ইরান ২৫ বছর ধরে প্রতিদিন ৭৫ কোটি ঘন ফুট গ্যাস পাকিস্তানে রপ্তানি করবে৷ পাকিস্তান জানিয়েছে, দেশটির জ্বালানী চাহিদা পুরণে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ পরিকল্পনা অনুযায়ী, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র থেকে পাকিস্তানের বালুচিস্তান ও সিন্ধু প্রদেশে ঐ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে৷ তাই পাকিস্তানের জ্বালানী এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী নাভিদ ওমর এ চুক্তিকে একটি ‘ঐতিহাসিক অর্জন' বলে মন্তব্য করেছেন৷

আলোচ্য এই গ্যাস পাইপ লাইনটি ইরান থেকে পাকিস্তান হয়ে প্রথমে ভারতে এবং পরে চীনে সম্প্রসারণ হওয়ার কথা৷ তবে ভারত ও চীন - এ দুটি দেশের কোনটির পক্ষ থেকেই এ ব্যপারে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয় নি৷

এদিকে, ইরান বর্তমানে জ্বালানী শক্তির ক্ষেত্রে উন্নতিসাধন করলেও, তাদের পরমাণু পরিকল্পনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইরানকে একঘরে করে রাখার৷ তাই ইরানের উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রথম থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল৷ ওদিকে, দেশের জ্বালানী চাহিদা মেটানোর জন্য বেশ কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সহায়তা চাইছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম গ্যাস-রিজার্ভ হিসেবে রাশিয়ার পরেই ইরানের স্থান৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আরাফাতুল ইসলাম