1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গ্রামীণ ব্যাংককে বাঁচান’: ফেসবুকে আহ্বান

৯ মার্চ ২০১১

ইউনূস সেন্টার এর ফেসবুক পাতায় মঙ্গলবার রাতে হঠাৎ ভেসে ওঠে একটি বার্তা, ‘গ্রামীণ ব্যাংককে বাঁচান’৷ এরপর প্রথম নয় ঘন্টায় এই বার্তাটিকে পছন্দ করেছেন ১৯৭ জন, আর সেখানে মন্তব্যের সংখ্যা ৫৪টি৷

https://p.dw.com/p/10Vc7
প্রফেসর ইউনূসছবি: AP

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রফেসর ইউনূসের অপসারণ নিয়ে উত্তপ্ত ফেসবুক৷ সরকারি এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নানা পোস্ট-মন্তব্য করছেন এই সামাজিক নেটওয়ার্ক সাইটের ব্যবহারকারীরা৷ ইউনূস সেন্টারের ফেসবুক পাতায় জিমিনা টমরেলি'র মন্তব্য, ‘‘আমরা আপনাকে (ইউনূস) আর্জেন্টিনা থেকে সমর্থন জানাচ্ছি''৷ আরেক বিদেশি ইয়ুং মিন কিম ছোট্ট সমর্থন, ‘‘আমি আপনাকে অনুসরণ করব, স্যার''৷ ইউনূস সেন্টারের ফেসবুক ভক্তের সংখ্যা তের হাজারের মতো৷

ফেসবুকে গ্রামীণ ফাউন্ডেশন এর পক্ষ থেকেও ইউনূসের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে৷ সেখানে ডিয়ানা পেন্গেমানান লিখেছেন, ‘‘বিশ্বব্যাপী দরিদ্র নারীর ক্ষমতায়নে ইউনূসকে সমর্থন করুন''৷ আহসান চৌধুরী অবশ্য মন্তব্য করেছেন, ‘‘ইউনূস নিজের জন্যই কঠোর পরিশ্রম করেছেন, গরীবের জন্য নয়''৷

এছাড়া ইউনূসের সমর্থনে গড়ে উঠেছে একাধিক ফেসবুক গ্রুপ এবং পাতা৷ এরই একটি, ‘সাপোর্ট ইউনূস'৷ প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদপত্রে প্রকাশিত ইউনূস সম্পর্কিত খবরাখবর ছড়ানো হচ্ছে এই পাতার মাধ্যমে৷ ‘আই সাপোর্ট ইউনূস' নামক একটি বহুভাষিক ফেসবুক পাতায় লেসলি ম্যাককিনোন লিখেছেন, ‘‘আমি ইউনূসকে সমর্থন করি কেননা তিনি নিরাশদের আশার আলো দেখিয়েছেন, শক্তিহীনদের জন্য শক্তি হয়েছেন আর প্রথাগত ব্যাংকের আওতামুক্তদের জন্য ব্যাংক গড়েছেন...''৷

ফেসবুক ছাড়াও টুইটারে ইউনূসের খবর ছড়াচ্ছে বেশ দ্রুত৷ টুইটার খোঁজ সেবায় প্রতি মিনিটে একটি করে নতুন বার্তা যোগ হচ্ছে, যা ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক সম্পর্কিত৷ এছাড়া ইউনূস সেন্টারের ফেসবুক পাতার অনুসারীর সংখ্যাও প্রায় দশ হাজার৷

বাংলা এবং ইংরেজি ব্লগেও ইউনূস নিয়ে আলোচনার শেষ নেই৷ বাংলাদেশের একমাত্র নোবেল জয়ীকে নিয়ে সরকারি কৌঁসুলি মাহবুবে আলম-এর মন্তব্য নিয়ে একাধিক ব্লগ পোস্ট জায়গা পেয়েছে সামহোয়্যার ইন ব্লগে৷ গুগল এর হিসেবে গত এক সপ্তাহে ইউনূস প্রসঙ্গে বাংলা ব্লগ পোস্টের সংখ্যা নয় শতাধিক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য