1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্ধকার দূর করে যে আয়না

১৩ এপ্রিল ২০১৭

ইটালির একটা গোটা গ্রামে অন্ধকার দূর করে আলো এনে দিয়েছেন এক কর্মকর্তা৷ বিদ্যুৎ নয়, সরাসরি সূর্যের আলোর প্রতিফলন ঘটিয়ে উপত্যকা আলোকিত করার ব্যবস্থা করেছেন তিনি৷

https://p.dw.com/p/2b7Qe
Italien - Manarola Cinque Terre
ছবি: picture-alliance/robertharding/M. Sunderland

অভিনব উপায়ে আলো পাচ্ছে ইটালির একটি গ্রাম

শীতকাল এলেই ছায়ার বদলে আলো চান ভিগানেলার মানুষ৷ বছরে প্রায় ৩ মাস তাঁরা সূর্যের মুখ দেখতে পান না৷ সূর্যের আলো পাহাড়ের কোল ঘেঁষে চলে যায়৷ ফলে গ্রামটি শীতল ছায়া থেকে মুক্তি পায় না৷ অনেক বাড়িই খালি পড়ে আছে৷ বাসিন্দারা আরও রৌদ্রোজ্জ্বল উপত্যকায় চলে গেছেন৷

পিয়ের ফ্রাংকো মিডালি কয়েকজন সাহায্যকারীকে নিয়ে সূর্যের আলোর দিকে চলেছেন৷ পেশায় রেলের ইঞ্জিন চালক হলেও তিনি ডেপুটি মেয়র৷ গ্রামে সূর্যের আলো নিয়ে আসতে তিনি বদ্ধপরিকর৷ মিডালি বলেন, ‘‘আমাদের গন্তব্য গ্রামের উপর পাহাড়ের বেরিয়ে থাকা অংশ৷ সেখানে একটি আয়নারয়েছে৷ সেটি অবশেষে ভিগানেলায় আবার আলো এনে দেবে৷''

প্রায় ঘণ্টাখানেক ধরে চড়াই পেরিয়ে সেখানে পৌঁছাতে হয়৷ আয়নাটিতে নতুন সাজ-সরঞ্জাম লাগাতে হবে৷ কেবেল কারে করে মালপত্র পাঠানো হচ্ছে৷ পিয়েমন্ট-এর আনট্রোনা উপত্যকা অত্যন্ত খাড়া৷ এমনকি উপরের দিকে রাস্তা তৈরি করাও সম্ভব হয়নি৷ কেবেল কার আর সরু ঘোড়া চলার পথই একমাত্র ভরসা৷ গন্তব্যে পৌঁছানোর ঠিক আগে পিয়ের ফ্রাংকোকে বেশ বেগ পেতে হচ্ছে৷ নীচে উপত্যকার গ্রাম থেকে প্রায় ১,১০০ মিটার উচ্চতায় সুইচ কনট্রোল বক্স বসানোর উদ্যোগ সার্থক৷ সেখানেই আয়না বসানো আছে৷ পাঁচ মিটার দৈর্ঘ্যের আটটি অংশ৷ সত্যি গর্ব করার মতো সাফল্য বটে৷

১০ বছর আগে পিয়ের ফ্রাংকো এই আয়না বসানোর ব্যবস্থা করে জীবনের একটা বড় স্বপ্ন বাস্তব করে তুলেছিলেন৷ উপত্যকার কালো ছায়া দূর করতে আলোর ব্যবস্থা করা ছিল বড় এক চ্যালেঞ্জ৷ তিনি বলেন, ‘‘আয়নার উপকরণ সূর্যের আলোর ৯৫ শতাংশের প্রতিফলন ঘটায়৷ অর্থাৎ ঔজ্জ্বল্য প্রায় পুরোটাই বজায় থাকে৷ তবে বাতাসে ধুলিকণা ও আর্দ্রতার কারণে আলোর শক্তি কিছুটা কমে যায়৷ মনে রাখতে হবে, প্রায় ১ কিলোমিটার নীচে গ্রাম পর্যন্ত পৌঁছাতে আলোর কিছুটা সময় লাগে৷''

কনট্রোল বক্স বসানো হয়ে গেছে, যান্ত্রিক প্রক্রিয়া পরীক্ষার কাজ চলছে৷ আগুন লেগে কনট্রোল ইউনিটের কিছুটা ক্ষতি হয়েছিল৷ ফলে বছর দুয়েক ধরে এই স্থাপনা বিকল হয়ে ছিল৷ আয়না স্থির থাকায় গ্রামের উপর ছায়ার চাদরও দূর হয়নি৷ মেরামতির পর আয়না আবার ভিগানেলার উপর আলো নিক্ষেপ করছে৷

আয়নায় প্রতিফলিত আলোর ফলে গ্রামে ছায়া পড়ছে৷ ছাদ ও দেয়ালের উপর এই প্রথম সূর্যের আলো পড়ছে৷ যেমন গির্জার উত্তর প্রান্তে৷ ভিগানেলার মানুষও এমন আলোর ছটা দেখে বিস্মিত৷ পিয়ের ফ্রাংকো মিডালি বলেন, ‘‘নতুন আইডিয়া ও স্বপ্নের জন্য একটু পাগলামির দরকার হয়৷ চারিপাশের ছোট্ট জগতের বেড়া ভেঙে বার হতে সাহায্য করে৷''

পিয়ের ফ্রাংকো নিজের এই উদ্যোগ সম্পর্কে যথেষ্ট নিশ্চিত৷ আয়নাটি শুধু আগামী শীতে আলোর ব্যবস্থা করবে না, তাঁর নতুন প্রকল্পগুলি সবাইকে অবাক করে যাবে৷

ফিলিপ সান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য