1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গ্রিন জব’ পরিবেশও বাঁচায়!

১৩ মে ২০১০

‘গ্রিন জব’ বা পরিবেশ রক্ষার চাকরি৷ ভবিষ্যতে এই ক্ষেত্রে ইউরোপীয়দের চাকরি পাবার সংখ্যা কমে যাবার আশঙ্কা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/NMgu
ইইউ’র পরিবেশ সুরক্ষা বিষয়ক কমিশনার কনি হেডেগার্ডছবি: picture-alliance / ra1/ZUMA Press

এক সময় মনে করা হতো, জলবায়ু পরিবর্তন নিয়ে সবচেয়ে বেশি কাজ করে ইউরোপ৷ পরিবেশ রক্ষায় অঞ্চলটি বেশ সচেতন৷ এজন্য ইউরোপের দেশগুলো পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি বাস্তবায়ন করতো৷ কিন্তু দিনে দিনে অবস্থার পরিবর্তন হচ্ছে৷ বর্তমানে বিশ্বের অন্যান্য অঞ্চল এই বিষয়ে ইউরোপের চেয়ে এগিয়ে গেছে৷ এই মন্তব্য স্বয়ং ইউরোপীয় ইউনিয়নের পরিবেশ সুরক্ষা বিষয়ক কমিশনার কনি হেডেগার্ডের৷

সম্প্রতি লন্ডনে একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন তিনি৷ সেখানে হেডেগার্ড জানান যে, পরিবেশ বান্ধব প্রকল্পে বর্তমানে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করছে চীন – যার পরিমাণ ২৩০ বিলিয়ন ডলার৷ এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র৷ পরিবেশ রক্ষায় দেশটির বিনিয়োগ ৮০ বিলিয়ন ডলার৷ আর সেখানে পুরো ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ মাত্র ৩১.৭৬ বিলিয়ন ডলার৷ অর্থাৎ চীন যা বিনিয়োগ করছে তার সাত ভাগের এক ভাগ৷

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ ২০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছিল ইইউ৷ এজন্য প্রায় ৭০ বিলিয়ন ইউরো খরচেরও হিসেব করা হয়েছিল৷ কিন্তু বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে পরে খরচের পরিমাণ প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে ফেলা হয়৷ তবে ইইউ কমিশনার হেডেগার্ড একটি নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন৷ এই পরিকল্পনা অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে৷ আর এতে আগের তুলনায় সামান্য কিছু বেশি অর্থ ব্যয় হবে বলে হেডেগার্ড জানিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন