1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসকে ঋণ দেওয়া সংক্রান্ত বিষয়টি পাশ করলো জার্মান সংসদ

৭ মে ২০১০

গ্রিসকে ঋণ সাহায্যের প্রস্তাব শুক্রবার পাশ করেছে জার্মান সংসদ৷ সংসদের নিম্নকক্ষ ‘বুন্ডেসটাগ’ সকালেই পাশ করে বিলটি৷ আর উচ্চকক্ষ ‘বুন্ডেসরাট’-এ বিলটি বিকেলের দিকে পাশ হয়৷

https://p.dw.com/p/NIiN
বুন্ডেসটাগে গ্রিসকে ঋণ দেওয়ার পক্ষে এক আবেগঘন বক্তব্য রাখেন জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলেছবি: picture-alliance/dpa

জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে শুক্রবার সকালে বুন্ডেসটাগে গ্রিসকে ঋণ দেওয়ার পক্ষে এক আবেগঘন বক্তব্য রাখেন৷ এই ঋণ দেওয়ার ব্যাপারে জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও, শেষ পর্যন্ত সিডিইউ-সিএসইউ এবং উদারপন্থি এফডিপি-র সম্মিলিত ভোটে বিলটি পাশ হয়৷ পক্ষে ভোট পড়ে বিরোধী সবুজ দলের ভিতর থেকেও৷ বিলটির পক্ষে ৩৯০টি এবং বিপক্ষে ৭২টি ভোট পড়ে৷ আর ভোট দানে বিরত থাকেন বাকি ১৩৯ জন সাংসদ৷ বৃহত্তম বিরোধী দল সামাজিক গণতন্ত্রী এসপিডি ভোটদানে বিরত থাকে৷ তারা চেয়েছিল, গ্রিসের জন্য পরিকল্পিত উদ্ধার প্যাকেজের সঙ্গে অর্থবাজারের জন্য আরও কঠোর বিধি আরোপের শর্ত জুড়ে দেয়া হোক৷ কোয়ালিশন সরকার সে দাবি এখনই মানতে রাজি হয়নি৷ এ নিয়ে সরকার পরে আলোচনা করতে চেয়েছে৷

অর্থমন্ত্রী শয়েবলে'র কথায়, ‘‘এরকম এক কঠিন সময়ে ইউরো মুদ্রার স্থিতি রক্ষা এবং গ্রিসের প্রতি সংহতি প্রকাশের বিষয়টিকে এই শর্তের কারণে ব্যর্থ করে দেয়া যায় না৷''

Flash-Galerie Deutschland 100 Tage schwarz-gelb Wachstumsbeschleunigungsgesetz
জার্মান বুন্ডেসরাট-এর একাংশছবি: picture alliance / dpa

ব্যর্থ হয়নি সাহায্য প্রস্তাব৷ সংসদের দুই কক্ষেই তা অনুমোদিত হয়েছে৷ অর্থাৎ জার্মানি আগামী তিনবছরে গ্রিসকে ২২.৪ বিলিয়ন ইউরো ঋণ দেবে৷ যা মোট উদ্ধার প্যাকেজের প্রায় ২৮ শতাংশ৷ শুধু তাই নয়, জার্মান ব্যাংক ও বিমা কোম্পানগুলো আট বিলিয়ন ইউরো দেবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র৷

উল্লেখ্য, গ্রিসের অর্থ সংকট কাটাতে এক উজ্জীবনী অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে সিদ্ধান্ত নেয় ইউরো এলাকাভুক্ত দেশগুলি৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত ঐ বৈঠকে গ্রিসকে ১১০ বিলিয়ন ইউরোর জরুরি ঋণ দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছন ইউরো অঞ্চলভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীরা৷

ইউরো অঞ্চলের অন্য দেশগুলো গ্রিসের সংকট উত্তরণে ৮০ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে৷ এর মধ্যে ৩০ বিলিয়ন ইউরো চলতি বছরেই দেওয়া হবে বলে জানান ইউরো গোষ্ঠীর প্রধান এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জঁ ক্লোঁদ ইয়ুংকার৷ বাকি অর্থ সহায়তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ-এর কাছ থেকে পাওয়া যাবে৷ এ ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যেই আইএমএফ এর কর্মকর্তাদের বৈঠক বসবে বলে খবর৷ এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক কমিশনার ওলি রেন জানান, আন্তর্জাতিক ঋণের মধ্য থেকে ১০ বিলিয়ন অর্থ বিশেষভাবে গ্রিসের ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল করতে কাজে লাগানো হবে৷

প্রতিবেদন : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক