1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের ঋণসঙ্কট নিয়ে ব্রাসেলসে শীর্ষবৈঠক

৮ মে ২০১০

গ্রিসের প্রতি সাহায্য হিসেবে ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে ১১০ বিলিয়ন ইউরো৷ গ্রিস আগামী কয়েক দিনের মধ্যে তার প্রথম কিস্তি পাবে৷ কিন্তু ইউরোপীয় নেতৃবর্গের নজর ছিল বৃহত্তর প্রেক্ষাপটের দিকে৷

https://p.dw.com/p/NJ74
ব্রাসেলসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজিছবি: AP

গ্রিসের সঙ্কট তো আর গ্রিসেই সীমাবদ্ধ নেই৷ টান পড়েছে ইউরো'র স্থিতিশীলতা নিয়ে, হ্রাস পেয়েছে আস্থা, কেননা গ্রিসে যা ঘটেছে, তা ইউরো এলাকার অপরাপর দেশে ঘটতে কতক্ষণ? কাজেই ব্যবস্থা করা হয়েছে এক পর্যায় দৃঢ় পদক্ষেপের, যথা সাধারণভাবে বাজেট ঘাটতি কমানো, অথবা ইউরো এলাকার স্থায়িত্ব নিশ্চিৎ করার জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্ককে ব্যবহার করা৷ এমনকি আর্থিক স্থিতি রক্ষায় এবং ভবিষ্যতে গ্রিসের ধরণের সঙ্কট রোখার জন্য একটি স্থায়ী ত্রাণ ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে৷

ইউরোপীয় কমিশন এই ‘‘ইউরোপীয় স্থায়িত্ব রক্ষা প্রক্রিয়া'' সংক্রান্ত পরিকল্পনা পেশ করবে রবিবার সকালে৷ রবিবার দুপুরে ইইউ-এর অর্থমন্ত্রীবর্গ ব্রাসেলসে মিলিত হয়ে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন৷ এই পরিকল্পনার একটি দিক হবে স্বভাবতই একটি জরুরী তহবিল৷ অপরদিকে এই পরিকল্পনার ফলে ইউরোপীয় কমিশন আর্থিকভাবে সমস্যাপীড়িত দেশগুলিকে সরাসরি সাহায্য করার সুযোগ পাবে৷ ইইউ প্রেসিডেন্ট হের্মান ফ্যান রমপয় সাংবাদিকদের বলেন যে, এই ‘‘অভূতপূর্ব পরিস্থিতিতে'' ইইউ ইউরো এলাকার স্থায়িত্ব নিশ্চিৎ করার জন্য সব ধরণের উপায় নিয়োগ করবে৷ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উভয়েই এই ইউরোপীয় হস্তক্ষেপ প্রক্রিয়ার কথা বলেছেন৷

এখন এই ‘‘ইউরোপীয় স্থায়িত্ব রক্ষা প্রক্রিয়ায়'' কি থাকবে, তার খুঁটিনাটি এখনও অজ্ঞাত হলেও দৃশ্যত অপরাপর সদস্যদেশের কাছ থেকে ঋণগ্রহণ অথবা প্রাপ্তিকে আরো সহজ এবং দ্রুত করা হবে, যার ফলে ইউরোপীয় কমিশন বিশ্বের অর্থবাজার থেকে ঋণ গ্রহণ করে একক সদস্যদেশগুলিকে সাহায্য করতে পারবে৷ যাই হোক, এই একটি পন্থাতেই যে মুশকিল আসান হয়ে যাবে, নেতারা তা ভাবছেন না৷ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ইউরো এলাকার একটি ‘‘ব্যবস্থাগত সঙ্কটের'' কথা বলেছেন৷ এবং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দৃষ্টিতে একটি জরুরী তহবিল সৃষ্টি অর্থবাজারের ফাটকাবাজ এবং মুনাফাখোরদের প্রতি ‘‘একটি স্পষ্ট বার্তা'' পাঠাবে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম