1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের জন্য ১১০ বিলিয়ন ইউরোর তহবিল

৩ মে ২০১০

গ্রিসের অর্থ সংকট কাটাতে একটি উজ্জীবনী অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে ঘোষণা আসল রবিবার৷ ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে গ্রিসকে ১১০ বিলিয়ন ইউরোর জরুরি ঋণ দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌছেছেন ইউরো অঞ্চলভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রীরা৷

https://p.dw.com/p/NCqF
রবিবারের বৈঠকে জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগাঙ শোয়েবলে এবং ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিনা লাগারদছবি: AP

গ্রিসের অর্থনৈতিক সংকট কাটাতে আগামী তিন বছরে ১১০ বিলিয়ন ইউরোর সহযোগিতা তহবিলের ব্যাপারে ঐকমত্য হলো রবিবার৷ তবে এটির চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হতে আরো কিছুটা সময় লাগবে৷ ব্রাসেলস বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হ্যারমান ফন রম্ফই বলেন, এই প্রক্রিয়া সম্পন্ন করতে ১৬টি দেশের শীর্ষ নেতারা আগামী শুক্রবার বৈঠকে বসবেন৷ ভবিষ্যতে যেন ইউরো অঞ্চলে আর কখনো এমন সংকট দেখা না দেয় সে উদ্দেশ্যে আরো কঠোর নীতিমালার ব্যাপারেও আলোচনা হবে শুক্রবারের বৈঠকে, বলেন রম্ফই৷

ইউরো অঞ্চলের দেশগুলো গ্রিসের সংকট উত্তরণে ৮০ বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে৷ এর মধ্যে ৩০ বিলিয়ন ইউরো চলতি বছরেই দেওয়া হবে বলে জানালেন ইউরো গোষ্ঠীর প্রধান এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী জ্যাঁ ক্লঁদে ইয়ুংকার৷ বাকি অর্থ সহায়তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ এর কাছ থেকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷ এ ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যেই আইএমএফ এর কর্মকর্তাদের বৈঠক বসবে বলে জানা গেছে৷ এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক কমিশনার ওলি রেন জানান, আন্তর্জাতিক ঋণের মধ্য থেকে ১০ বিলিয়ন অর্থ বিশেষভাবে গ্রিসের ব্যাংকিং ব্যবস্থায় তারল্য আনতে কাজে লাগানো হবে৷

ইউরো অঞ্চলের এই মোটা অঙ্কের ঋণের সুদের হার রাখা হচ্ছে মাত্র ৫ শতাংশ৷ এটিকে এথেন্সের জন্য বেশ লোভনীয় প্রস্তাব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা৷ কারণ গ্রিসের সরকারি বন্ডের ঝুঁকি প্রিমিয়ামে সুদের হার ১০ শতাংশেরও বেশি৷ নয় বিলিয়ন ইউরো মূল্যের বন্ডের জন্য নির্ধারিত তারিখ ১৯ মে'র পূর্বেই গ্রিসকে দেওয়া হচ্ছে এই বেইলআউট তহবিলের প্রথম পর্যায়ের অর্থ৷ ইউরোগোষ্ঠীর বিবৃতিতে অন্তত এরকমই ঘোষণা দেওয়া হয়েছে৷

সর্বোচ্চ সহায়তা জার্মানির

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি গ্রিসের জন্য এই তহবিলে সর্বোচ্চ অর্থ সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে৷ অবশ্য, এই বেইলআউটের প্রশ্নে ইতিমধ্যে জার্মানিতে দেখা গেছে জন অসন্তোষ৷ জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগাঙ শোয়েবলে জানালেন যে, এই সহায়তা তহবিলে বার্লিন দেবে ২২.৪ বিলিয়ন ইউরো৷ মোট তহবিলের এটি ২৮ শতাংশ৷ জার্মান নীতি নির্ধারকরা এ বিষয়ে খসড়া প্রস্তাব প্রণয়নে আজ সোমবার বৈঠকে বসবেন বলে খবর৷ আর শুক্রবারের মধ্যেই জার্মান সংসদেও এটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে৷

সাধুবাদ জানালেন ওবামা

এদিকে, ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামা৷ হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, রবিবার গ্রিসের প্রধানমন্ত্রী গেয়র্গ পাপান্দ্রেয়াউকে টেলিফোন করে গ্রিসের অর্থনৈতিক সংকট কাটাতে ইইউ এবং আইএমএফ এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বারাক ওবামা৷ এছাড়া বিশাল ঋণের বোঝা থেকে মুক্তি পেতে অর্থনৈতিক পরিকল্পনায় ব্যাপক কাট-ছাট করার যে কর্মসূচি গ্রিস গ্রহণ করেছে সেটিরও প্রশংসা করেন ওবামা৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম