1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের নতুন ফুটবল কোচ ঢেলে সাজাচ্ছেন জাতীয় দলকে

৩ আগস্ট ২০১০

বিশ্বকাপে তেমন সুবিধে হয়নি৷ দেশজুড়ে আর্থিক মন্দা৷ কোচ বদলে বহুদিন পরে আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে গ্রিক ফুটবল৷ নতুন কোচ ঘোষণা করলেন নতুন জাতীয় দল৷

https://p.dw.com/p/OaU2
সদ্য সমাপ্ত বিশ্বকাপে গ্রিস ও আর্জেন্টিনার মধ্যকার খেলার একটি দৃশ্যছবি: AP

বেলগ্রেডে আগামী ১১ অগাস্ট যে গ্রিক দলটা মাঠে নামবে, তাতে অনেক নতুন মুখ৷ নতুন কোচ ফার্নান্দো সান্তোস এমন তিনজন তরুণকে তাঁর বাইশ জনের চূড়ান্ত দলে নিয়েছেন, যাদের নামও কেউ কোনদিন শোনেনি৷ তাছাড়া মাঝমাঠে নতুন কোচ দুই বছর পরে জাতীয় দলে ফিরিয়ে এনেছেন এক ৩২ বছর বয়সী খেলোয়াড়কে৷ যাঁর নাম পান্টেলিস কাফেস৷

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে গ্রিসকে৷ টানা আট বছর জাতীয় দলের জার্মান কোচ অটো রেহাগেলের বিদায় এই বিশ্বকাপের আসরেই স্থির হয়ে গিয়েছিল৷ নতুন কোচের দায়িত্বভার হাতে নিয়েই যে কারণে সান্তোস দলের মধ্যে বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছেন৷ তারুণ্যের দিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি৷

তবে সান্তোসের নতুন দলের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় ফুটবল দলের অভ্যন্তরীণ বোঝাপড়া তৈরি করা৷ বলছে গ্রিসের সংবাদমাধ্যম৷ তাদের বক্তব্য, রেহাগেলের একটানা বহুদিনের জমানায় গ্রিক জাতীয় দলের মধ্যে তেমন বড়মাপের কোন পরিবর্তন আসে নি৷ নতুন ঝড় সামলাতে গেলে তাই দলের অভ্যন্তরীণ সংহতি প্রয়োজন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক