1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে ব্যাঙ বন্যা, দুই ঘন্টা মহাসড়ক বন্ধ

২৭ মে ২০১০

অর্থ সংকটে পর্যুদস্ত গ্রিস গতকাল বুধবার পড়েছিল ব্যাঙ সমস্যায়! বলা হচ্ছে, এটা নাকি ব্যাঙের বন্যা৷ লাখ লাখ ব্যাঙ দুই ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিল মহাসড়কে যান চলাচল৷

https://p.dw.com/p/NY9B
ফাইল ফটোছবি: AP

নিয়ম করে গাড়িগুলো চলছিল গ্রিসের লাংগাদা শহর থেকে ১২ মাইল দূরের দিসস্লানিকি মহাসড়ক দিয়ে৷ মহাসড়ক, তাই বেশ গতিতে চলছে গাড়ি৷ কিন্তু ফকফকা দিনের বেলাতে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়লো তিনটি গাড়ি! না, এতে মানুষ হতাহতের কোন ঘটনা না ঘটলেও মারা গেলো বেশ কয়েকটি ব্যাঙ৷ কি হয়েছিল? পুলিশের জেরার মুখে জবাবটা আসলো এক গাড়ি চালকের কাছ থেকে৷ তিনি বললেন, ‘গাড়ি চালাচ্ছি৷ হঠাৎ সামনে তাকিয়ে দেখি পুরো রাস্তা জুড়ে কি যেন এগিয়ে যাচ্ছে৷ কড়া ব্রেক কষতে হলো৷ আর তাতেই দুর্ঘটনা৷'

পুলিশ ও দেখলো একই ঘটনা৷ লাখো লাখো ব্যাঙ, যাদের অধিকাংশই খুদে, যাচ্ছে রাস্তার এক ধার থেকে অন্যধারে৷ তারা কি আর গাড়ি মানে! নিজেদের মতো রাস্তা পার হচ্ছে৷ এ অবস্থায় তো আর সে রাস্তায় গাড়ি চালানো অব্যাহত রাখা যায় না৷ তাই দুই ঘন্টা বন্ধ রাখতে হয়েছিল মহাসড়কটি৷ ট্রাফিক পুলিশের কর্মকর্তা গির্য়গস থানোগ্লোও-এর কথায়, মনে হলো এটা যেন ব্যাঙের কার্পেট৷ ব্যাঙদের ভয়ডর নেই যেন! কি হতে পারে এদের রাস্তা পারের কারণ? উত্তরে পুলিশ কর্তার মত, হয়তো তারা খাবারের অভাবে পড়েছে৷ খাদ্যের সন্ধানে তারা বাসস্থান পরিবর্তন করছে৷

কিন্তু কিছু কিছু খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছে আসন্ন এক ভূমিকম্পের৷ কারণ, এক ব্রিটিশ বিজ্ঞানীর মতে, ভূমিকম্পের পূর্বাভাষ কোন বিজ্ঞানী বা আবিষ্কৃত কোন যন্ত্র না দিতে পারলেও ব্যাঙ নাকি ঠিকই টের পেয়ে যায়৷ তাও আবার একদিন বা দুই দিন নয়৷ কমপক্ষে সপ্তাহ খানিক আগে তারা জেনে যায় সেই তথ্য৷ যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ ড. রাসেল গ্রান্টের সাম্প্রতিক আবিস্কার এটি৷

তবে এ কথা ঠিক যে, ইউরোপের বিভিন্ন দেশেই মাঝে মাঝে শোনা যায় ব্যাঙ অভিবাসনের সংবাদ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী