1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে ৪৮ ঘন্টার জন্য বিদেশে ডাক পাঠানো স্থগিত

৩ নভেম্বর ২০১০

গ্রিসের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার জন্য সকল ধরণের আন্তর্জাতিক চিঠি ও প্যাকেট পাঠানো নিষিদ্ধ করা হয়েছে৷ ব্যাপক নিরাপত্তা তল্লাশির জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা৷

https://p.dw.com/p/Px3S
গ্রিসের পুলিশ তৎপরতা বাড়িয়ে দিয়েছেছবি: AP

পুলিশের আশঙ্কা, গ্রিস থেকে আরও পার্সেল বোমা পাঠানো হয়ে থাকতে পারে৷

সোমবার থেকে এ পর্যন্ত এথেন্সে অন্তত ১৪টি সন্দেহভাজন প্যাকেজের সন্ধান পাওয়া গেছে৷ এই সব বোমার লক্ষ্য ছিল বিভিন্ন সরকারি এবং আন্তর্জাতিক স্থাপনা৷ এরমধ্যে সেখানকার সুইস এবং রুশ দূতাবাসে দুটি ছোট্ট পার্সেল বোমা বিস্ফোরিত হয়৷ মঙ্গলবার দুটি বোমা পাওয়া যায় চিলি এবং বুলগেরিয়ার দূতাবাসে৷ সেগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে৷ এথেন্সে অবস্থিত জার্মান দূতাবাসের উদ্দেশ্যে পাঠানো আরেকটি বোমা খুঁজে পায় পুলিশ৷

NO FLASH Griechenland Athen Anschlag Briefbombe Bombe Botschaft
মঙ্গলবার এথেন্সে একাধিক দূতাবাস পার্সেল বোমার লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলছবি: AP

পুলিশ আরও জানিয়েছে, তারা এথেন্স বিমানবন্দরের কার্গো টার্মিনালে দুটি বোমার সন্ধান পেয়েছিল৷ এগুলো পাঠানো হচ্ছিলো ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল এবং ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের অফিসের ঠিকানায়৷ মঙ্গলবারই এই দুটি বোমা বিনষ্ট করা হয়েছে৷

এই বোমা প্রেরণ এবং হামলার পেছনে সে দেশের বাম ঘরানার উগ্রপন্থিদের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে৷

আরও পার্সেল বোমা সেখান থেকে পাঠানো হতে পারে এমন আশঙ্কায় সরকার বিমানে ডাক পাঠানো আপাতত স্থগিত রাখার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মঙ্গলবার৷ এছাড়া পুরো ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন সরকারি কর্মকর্তারা৷ বোমার সূত্রে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যেই৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক