1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘন্টায় হাজার মাইল গতিতে ছুটবে ব্রিটিশ গাড়ি

৭ মার্চ ২০১১

গাড়ি ছুটবে ঘন্টায় হাজার মাইল গতিতে৷ তার শরীরে থাকবে রকেটের প্রযুক্তি৷ তবেই সেটা সম্ভব৷ বলছেন এই গাড়ির নির্মাতা রিচার্ড নোবল৷ প্রোজেক্টের নাম ব্লাডহাউন্ড৷

https://p.dw.com/p/10UQa
হয়তো এরকম হতে পারে দ্রুতগামী গাড়ির চেহারাছবি: AP

ব্লাডহাউন্ড৷ নাম থেকেই মালুম কতটা সাংঘাতিক হতে পারে এই গাড়ির গতিবিধি৷ ভূপৃষ্ঠের ওপর এতজোরে কোন চারচাকার গাড়ি এর আগে কোনদিন ছোটেনি৷ যে ব্রিটিশ গবেষকদল এই বিশ্বের দ্রুততম গাড়ির প্রোজেক্টের দায়িত্ব নিয়েছে, তাদের শীর্ষে থাকা রিচার্ড নোবল জানিয়েছেন সম্পূর্ণ পরিকল্পনার বিষয়টি খোলসা করে৷

পরিকল্পনায় ফর্মুলা ওয়ানের একটি রেসিং গাড়ির শরীরে জুড়ে দেওয়া হবে রকেট প্রযুক্তি, এবং একটি ফাইটার জেট বা জঙ্গি বিমানের এঞ্জিন৷ তারপর সেই গাড়ি ছুটতে পারবে ঘন্টায় হাজার মাইল বা ১৬০০ কিলোমিটার গতিতে৷ যা গাড়ির গতির ইতিহাসে তৈরি করবে এক নতুন মাইলস্টোন৷

Flash-Galerie Autosalon Paris
লামবাররঘিনির নতুন মডেল৷ছবি: picture-alliance/dpa

নতুন এই মাইলস্টোনের জন্য পরীক্ষার জায়গা বাছা নিয়েও চলছে বহুতর আলোচনা৷ কোথায় হতে পারে এই বিশ্বের দ্রুততম গাড়ির প্রথম ঐতিহাসিক দৌড়? শোনা যাচ্ছে, বেশ কয়েকটি জায়গার নাম৷ দ্রুত গতির রেকর্ড অতীতে হয়েছে এমন কিছু জায়গার নাম উঠে এসেছে তালিকার প্রথম সারিতে৷ যেমন ওয়েস্ট ওয়েলস-এর পেনডিন জায়গাটির নাম৷ ১৯২০'র দশকে এই পেনডিনে বহুবার গাড়ির নতুন গতিবেগের সফল পরীক্ষা হয়েছিল৷ এছাড়াও শোনা যাচ্ছে পূর্ব ইংল্যন্ডের শ্যুবার্নিসের নামও৷ যেখানে সেনাবাহিনীর একটি নিজস্ব গতিবেগ পরীক্ষার কেন্দ্র রয়েছে এবং যেখানে তীব্র গতির এসএসসি গাড়ির নতুন সব মডেলের সফল পরীক্ষাও হয়ে গেছে বেশ কয়েকবার৷

পরীক্ষা যেখানেই হোক, প্রবল গতির এই গাড়ি শেষ পর্যন্ত তার দৌড় কতটা সফলভাবে করতে পারে সেটা দেখার জন্য আপাতত মুখিয়ে আছে গাড়ির দুনিয়া এবং সেইসঙ্গে বাকি বিশ্বও৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক