1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঘুষ নিই নি ’- ফিফার অভিযোগ অস্বীকার বিন হাম্মাম-এর

২৬ মে ২০১১

ফিফার প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ বিন হাম্মাম, তাঁর বিরুদ্ধে আনীত ঘুষ গ্রহণ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন৷ ফিফার নির্বাহী কমিটির সদস্য চুক ব্লেজার তাঁর বিরুদ্ধে ঐ ঘুষ গ্রহণের অভিযোগ আনেন৷

https://p.dw.com/p/11OC1
বেশ আত্মপ্রত্যয়ী বিন হাম্মামছবি: AP

‘ঘুষ নিই নি '- ফিফার অভিযোগ অস্বীকার বিন হাম্মাম-এর

ফিফার প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ বিন হাম্মাম, তাঁর বিরুদ্ধে আনীত ঘুষ গ্রহণ সম্পর্কিত অভিযোগ অস্বীকার করেছেন৷ ফিফার নির্বাহী কমিটির সদস্য চুক ব্লেজার তাঁর বিরুদ্ধে ঐ ঘুষ গ্রহণের অভিযোগ আনেন৷

ব্লেজারের অভিযোগ, বিন হাম্মাম এবং ফিফার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের ব্যবস্থাপনায় আয়োজিত এক বৈঠকে ফিফার নীতিগত নিয়ম ভঙ্গ করা হয়েছে৷ এই অভিযোগে বিন হাম্মাম এবং ভাইস প্রেসিডেন্ট ওয়ার্নারসহ চারজন কর্মকর্তা ২৯-শে মে ফিফার একটি নীতিগত শুনানির মুখোমুখি হবেন৷ আর এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক তিনদিন আগে৷ ফিফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে পয়লা জুন৷

বিন হাম্মাম তার বিবৃতিতে বলেন, ‘‘এটা আমার জন্যে একটি কঠিন ও বেদনাদায়ক দিন৷ ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সামর্থ্য দিয়ে সফল হবার ব্যপারে যারা আস্থাশীল নন, এটা তাদেরই পুরোনো পদ্ধতি৷ তবে এই উদ্যোগ একটু অতিমাত্রার৷'' তিনি বলেন, ‘‘আন্তর্জাতিকভাবে অথবা না জেনে কোন ধরণের ভুল কাজ করা সম্পর্কিত যে কোন অভিযোগ আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি৷'' বিন হাম্মাম বলেন, উত্তর দেবার জন্যে কোন অভিযোগ করা হয়না, সেইজন্যে আমি আস্থাবাদী, এবং পয়লা জুন আগের পরিকল্পনা অনুযায়ীই ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রর্থী হিসেবে দাঁড়াতে আমার কোন বাধা থাকবে না বলেই আমি আস্থাশীল৷''

ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট ৬২ বছর বয়স্ক বিন হাম্মাম ফিফার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিপক্ষে দাঁড়াচ্ছেন৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়