1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘোর বিপদে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল

১০ মার্চ ২০১০

অস্ট্রেলিয়া সফরে বাজে পারফর্মেন্সের মাশুল গুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের৷ জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে সাত খেলোয়াড় শাস্তির মুখোমুখি হয়েছেন৷

https://p.dw.com/p/MOck
আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ইউনিস খানছবি: AP

এদের মধ্যে কাউকে আজীবন এবং কাউকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ এবং কাউকে কাউকে জরিমানা করা হয়েছে৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কারণে ঘোর সমস্যার মধ্যে উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রিকেট শক্তি পাকিস্তান৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজীবন নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আর ইউনিস খানকে৷ আরেক সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও পেসার রানা নাভেদকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে৷

এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড সে দেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক শহীদ আফ্রিদি ও উইকেটকিপার কামরান আকমল প্রত্যেককে ৩৫ হাজার ডলার এবং উদীয়মান ব্যাটসম্যান উমর আকমলকে ২৪ হাজার ডলার জরিমানা করেছে৷

অস্ট্রেলিয়া সিরিজে বাজে পারফর্মেন্সের কারণে প্রতিটি ম্যাচে পরাজয়ের গ্লানি নিয়ে দেশের ফিরতে হয় পাকিস্তান জাতীয় দলকে৷ ক্রিকেট দলের এই বাজে পারফরমেন্সের কারণ উদঘাটনে সাবেক ক্রিকেটার এবং পিসিবির চীফ অপারেটিং অফিসার ওয়াসিম বারির নেতৃত্বে গঠন করা হয় ৬ সদস্যের তদন্ত কমিটি৷ এই কমিটির ব্যাপক অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের শুনানি শেষে প্রণীত প্রতিবেদনের সুপারিশ অনুসারেই আজ বুধবার পিসিবি এ সিদ্ধান্ত নেয়া হয়৷

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ ইউসুফ এবং ইউনিস খানের কর্মকাণ্ড পুরো দলকে বাজে অবস্থার মধ্যে ফেলে দিয়েছে৷ এ ধরণের কৃত কর্মের কারণে কোনভাবেই তাদেরকে জাতীয় দলে রাখা সম্ভব নয়৷

পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক বেশ কয়েকজন খেলোয়াড়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন