1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে সন্ত্রাসীদের ভুলে প্রাণ হারায় আসাদ

২৮ এপ্রিল ২০১০

পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলনে আবারো উত্তপ্ত রাজপথ, ঘটেছে ধর্ষণের ঘটনাও৷ বন্ধ হয়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার৷ এদিকে, সন্ত্রাসীদের ভুল নিশানার কারণে নাকি প্রাণ হারায় এক শিক্ষার্থী৷

https://p.dw.com/p/N8GL
ফাইল ফটোছবি: AP

পোশাক শ্রমিকদের আন্দোলন

দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে পোশাকশিল্পের শ্রমিকদের আন্দোলন নিয়ে৷ মঙ্গলবার ১০ দফা দাবি নিয়ে আন্দোলন করে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা৷ এসময় ঢাকার ভেতরে কয়েকটি এলাকায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ সৃষ্টি হয় দীর্ঘ যানজটের৷ শুধু তাই নয়, পোশাক শ্রমিকরা ১৫টি কারখানায় ভাঙ্গচুরও চালায়৷

ইত্তেফাক বলছে, শ্রমিকরা নুন্যতম ৫ হাজার টাকা বেতন চায়, একইসঙ্গে যখন-তখন তাদের ছাটাঁই যাতে করা না হয় তার নিশ্চয়তাও চায়৷ আর বোনাস-ভাতার বিষয়টিও রয়েছে তাদের আন্দোলনে৷

পোশাক শ্রমিককে ধর্ষণ

এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের খবর জানাচ্ছে দৈনিক যুগান্তর৷ আশুলিয়ার একটি পোশাক কারখানায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ ইতিমধ্যে অবশ্য কারখানা কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে বহিস্কার করেছে৷ তবে, বিষয়টি নিয়ে কোন মামলা হয়নি৷

টিভি চ্যানেল বন্ধ

বাংলাদেশ সরকার অনিয়মের অভিযোগে বেসরকারি টেলিভিশন কেন্দ্র ‘চ্যানেল ওয়ান' এর সম্প্রচার বন্ধ করে দিয়েছে৷ দৈনিক কালের কন্ঠ, দৈনিক সমকালসহ প্রায় সব পত্রিকাই এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে৷ বিষয়টি বেশ দুঃখজনক, কারণ এই চ্যানেলটির সঙ্গে জড়িত আছেন ৪০০ কর্মী, যাদের মধ্যে অধিকাংশই সাংবাদিক৷ সরকারের এহেন সিদ্ধান্তের ফলে এসব কর্মী এবং তাঁদের পরিবারের ভবিষ্যত কি হবে তা এখন সবচেয়ে বড় প্রশ্ন?

ভুলে প্রাণ হারায় আসাদ

দৈনিক সমকাল এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে৷ পত্রিকাটির দাবি, ১৫ই এপ্রিল আসাদুজ্জামান আসাদ আসলে সন্ত্রাসীদের ভুলে প্রাণ হারায়৷ এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত এক সন্ত্রাসী জেরার মুখে পুলিশকে জানিয়েছে, আসাদকে ছাত্রলীগের সদস্য মনে করে হামলা চালায় তারা৷ কিন্তু সে আসলে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল না, তাই এটা নিছক ভুল৷ এবং ভুলের মাশুল দিতে হল এক নিরীহ তরুণ ছাত্রকে নিজের জীবন দিয়ে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়