1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে ৩ হাজার লোকের বিরুদ্ধে মামলা

১৩ ডিসেম্বর ২০১০

সংঘর্ষের একদিন পর চট্টগ্রামে তেরি পোশাক শিল্প শান্ত থাকলেও সোমবার ঢাকার অদূরে কয়েকটি পোশাক কারখানায় উত্তেজনা এবং বিক্ষিপ্ত ভাংচুরের ঘটনা ঘটেছে৷ শ্রমিকরা আবরোধ করে সড়ক৷

https://p.dw.com/p/QXBO
পোশাক শ্রমিকদের বিক্ষোভ প্রায়ই হয়ে থাকে (ফাইল ফটো)ছবি: AP

চট্টগ্রামের ঘটনায় ৩ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয়েছে৷ কোরীয় প্রতিষ্ঠান ইয়াং ওয়ান গার্মেন্টসের ৩টি ইউনিটে সোমবার থেকে থেকে আবার কাজ শুরু হয়েছে৷ তবে ঢাকার অদূরে সাভার, গাজীপুর ও টঙ্গীর কয়েকটি পোশাক কারখানায় উত্তেজনা দেখা দেয়৷ শ্রমিকরা প্রায় ৩ ঘন্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ অবরোধ করে রাখে৷ তারা কয়েকটি গার্মেন্টস-এ বিক্ষিপ্ত ভাংচুর করে৷

গার্মেন্টস শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম মনি দাবি করেন, চলতি মাস থেকে নতুন মজুরি কাঠামোতে শ্রমিকরা বেতন পাওয়া শুরু করলেও সেখানে বেতন বৈষম্য করায় এই অসন্তোষের সৃষ্টি হয়েছে৷

তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সালাম মুরশেদী ডয়চে ভেলেকে বলেন, শ্রমিকদের বিক্ষুব্ধ হওয়ার কোন কারণ নেই৷ গার্মেন্টস মালিকরা নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন দেয়ার চেষ্টা করছেন৷ ইয়াং ওয়ান প্রসঙ্গে তিনি বলেন, ওই প্রতিষ্ঠানের মালিক বলেছেন সংঘর্ষের ঘটনায় শ্রমিকরা জড়িত নন৷ তাহলে কারা জড়িত তা খতিয়ে দেখা উচিত৷

শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি ডয়চে ভেলেকে বলেন, সবপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌছতে চান তারা৷ তিনি বলেন, বেগম খালেদা জিয়া কয়েকদিন আগে বলেছেন গার্মেন্টস-এ অসন্তোষ দেখা দিতে পারে৷ তার পরই এ ঘটনা ঘটল৷ চট্রগামে পুলিশ গুলিবিদ্ধ হয়েছে৷ শ্রমিকদের কাছেতো আগ্নেয়াস্ত্র থাকেনা ৷ তহলে গুলি করল কারা৷ নিশ্চয়ই বাইরের লোকের ইন্ধন আছে৷

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাতে মালিক, শ্রমিক এবং সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক