1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২৬০ জন আটক

৩ আগস্ট ২০১০

বাংলাদেশে প্রথমবারের মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের৷ প্রায় সবগুলো পত্রিকাই জামায়াতের আটক নেতাদের ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার ছবি ছেপেছে৷

https://p.dw.com/p/OaXE
শিক্ষাঙ্গণে ছাত্র-পুলিশ সংঘর্ষ নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছেছবি: AP

সমকাল আর ডেইলি স্টার এই বিষয়টিকেই তাদের প্রধান প্রতিবেদন করেছে৷ সমকাল বলছে, প্রায় ৪০ বছর পর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো জামায়াতের ঐ নেতাদের৷ আর ডেইলি স্টার বলছে, জামায়াতের নেতারা এর আগেও কাঠগড়ায় দাঁড়িয়েছেন৷ কিন্তু কালকের ঘটনাটি ছিল অন্যরকম৷ কারণ কালই তাঁরা প্রথমবারের মত হাজির হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

বাংলাদেশে ছাত্র-পুলিশের সংঘর্ষ হরহামেশাই ঘটছে৷ গত সপ্তাহেই কর আরোপের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ আর গতকাল সংঘর্ষ হয়েছে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে৷ কারণটা অবশ্য একই৷ বর্ধিত বেতন ও ফি বাতিল৷ তবে কালকের ঘটনায় ভাঙচুরের তীব্রতা ও আটকের সংখ্যা অনেক বেশি হওয়ায় অনেক পত্রিকাই বিষয়টিকে তাদের প্রধান প্রতিবেদন হিসেবে ছেপেছে৷ সঙ্গে রয়েছে সংঘর্ষের ছবি৷ যেমন কালের কন্ঠ ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ছবি ছেপেছে৷ আর ঘটনাটিকে বিশ্ববিদ্যালয়ের ৪৪ বছরের ইতিহাসে ‘নজিরবিহীন' বলে আখ্যায়িত করেছে৷

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গত চারদিন ধরেই চলে আসছে৷ তবে রবিবার রাতে শ্রমমন্ত্রীর ঘোষণার পর মনে করা হচ্ছিল, এবার হয়তো সংঘর্ষ বন্ধ হবে৷ কিন্তু দেখা গেল সেটা ঠিক নয়৷ কারণ শ্রমিকদের একাংশের নেতারা শ্রমমন্ত্রীর সঙ্গে মালিক ও অন্যান্য শ্রমিক সংগঠনের নেতাদের যে সমঝোতা হয়েছিল তা মেনে নেননি৷ তাঁরা এই সমঝোতাকে ‘প্রতারণামূলক' বলে আখ্যায়িত করেছেন৷ বিডিনিউজ২৪ ডট কম শ্রমিক নেতাদের এই বক্তব্যকেই প্রধান শিরোনাম করেছে৷ দৈনিক ইত্তেফাক'ও এই বক্তব্যকে প্রাধান্য দিয়ে প্রতিবেদন ছেপেছে৷ অন্যদিকে প্রথম আলো গতকালের সংঘর্ষের ঘটনায় ১৫০ জন আহত হওয়ার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়