1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম সিটি নির্বাচন ১৭ই জুন

১১ মে ২০১০

১৭ই জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন৷

https://p.dw.com/p/NLS2
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা (বামে)ছবি: DW/Samir Kumar Dey

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০শে মে বৃহস্পতিবার৷ মনোনয়ন বাছাই করা হবে ২২শে মে শনিবার ও ২৩শে মে রোববার৷ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হচ্ছে পহেলা জুন মঙ্গলবার৷ এবার স্থানীয় সরকারের নতুন আইনেই এই নির্বাচন হচ্ছে৷ তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের নতুন আইনে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে৷ সে ক্ষেত্রে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

সিইসি বলেন, যিনি কোন প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হবেন তাকে অবশ্যই সেই কেন্দ্রের ভোটার হতে হবে৷ এছাড়া যেকোন অভিযোগ লিখিত আকারে না দিলে তা আমলে নেবে না নির্বাচন কমিশন৷ আর মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন পোষ্টার লাগাতে পারবেনা প্রার্থীরা৷

নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চেকপোষ্ট বসানোর জন্য নির্দেশনা দিয়েছে কমিশন৷ ২০০৫ সালের ৯ই মে সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ বর্তমানে ৪১টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৬৭৪টি এবং সর্বশেষ তালিকা অনুসারে ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৪ হাজার ৯৫৫ জন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক