‘চমকের কাছে আরো চমক চাই’ | পাঠক ভাবনা | DW | 05.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘চমকের কাছে আরো চমক চাই’

গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ তাঁর সম্পর্কে প্রতিবেদনটি পড়ে খুব ভাল লাগলো৷

বাংলাদেশের কুস্টিয়ার ছেলে চমকের চমকে আমরা অভিভূত৷ চমককে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে চমক আরো বড় ধরণের চমক দেখিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, সেই প্রত্যাশা করছি৷

ঝালকাঠির লিমন হোসেন পঙ্গু হলেও শেষ পর্যন্ত তাঁকে হারাতে পারেনি তাঁর অক্ষমতা৷ সে এবার এইচএসসি-তে জিপিএ চার পেয়ে উত্তীর্ণ হয়েছে৷ লিমন ডয়চে ভেলেকে জানিয়েছে যে, সে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায়৷ এ জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চায় সে৷ প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানাচ্ছি ডয়চে ভেলেকে৷ এস এম আনোয়ার কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জোনাল কার্যালয়, সিরাজগঞ্জ থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন