1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চরে ভেসে ওঠা তিমি

১৪ জানুয়ারি ২০১৬

ভারতের তামিলনাড়ু রাজ্যের টিউটিকরিন জেলার সমুদ্রসৈকতে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে ৮০টি শর্ট ফিন্ড পাইলট তিমি মাছ ভেসে ওঠে সোমবার রাত্রে৷ সব প্রচেষ্টা সত্ত্বেও তাদের মধ্যে ৪৫টি তিমিকে বাঁচানো যায়নি৷

https://p.dw.com/p/1HcdM
Gestrandete Grindwale vor der Küste von Stewart Island, Neuseeland
ছবি: picture-alliance/dpa/Department Of Conservation

ইন্টারনেটে তিরুচেন্দুর সমুদ্রতটের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, মাইলের পর মাইল ধরে বালিতে মুখ গুঁজে পড়ে থাকা মরা তিমি মাছ৷ মানুষজন ভিড় করে দেখছেন, কিছুটা বিমূঢ়, কিছুটা নিষ্পৃহ৷ অথচ এ এক মর্মান্তিক দৃশ্য৷ তিমি মাছেরা সম্ভবত জলের তলায় বোট কিংবা জাহাজের ইঞ্জিন ইত্যাদির আওয়াজে তাদের দিকনির্ণয়ের ক্ষমতা হারিয়ে ফেলে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, এক জেলে কিভাবে একটি তিমিকে ঠেলে আবার সাগরে ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু তিমি বার বার আবার তটমুখো হচ্ছে৷

টিউটিকরিনে এ ধরনের ঘটনা এই প্রথম নয়৷ ১৯৭৩ সালে মোট ১২০টি তিমি ঠিক এভাবেই তটে ভেসে উঠেছিল৷

সারা বিশ্ব জুড়ে আজও সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি চলেছে৷ বুধবার সকালের খবর: নেদারল্যান্ডসের টেক্সেল দ্বীপে যে পাঁচটি স্পার্ম হোয়েল ভেসে উঠেছিল, তাদের একটিকেও বাঁচানো যায়নি৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য