1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্রেও ফুটে উঠছে নারীর জীবন

২ ফেব্রুয়ারি ২০১১

বাংলা বা হিন্দি সিনেমা মানেই আগে দেখা যেতো নায়িকা কারো সঙ্গে প্রেম করছেন৷ তারপর বিয়ে৷ এবং অতঃপর সন্তান লালন-পালন৷

https://p.dw.com/p/108y7
নতুন রূপে দেখা যাচ্ছে বলিউড নায়িকাদেরছবি: UNI

আর এরমধ্যে ঘটে যাওয়া শত বাধা বিপত্তি৷ কিন্তু সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন চলচ্চিত্রের কাহিনীতেও এসেছে পরিবর্তন৷

ঐ ধরণের চরিত্রে এখনকার নায়িকারা আর অভিনয়ও করতে চাননা৷ আধুনিক নায়িকাদের তাই শুধু কাঁদতে দেখা যায়না৷ তাঁরা শিক্ষিত৷ ঘরে-বাইরে কাজে পারদর্শী৷ জানেন চলার পথে কীভাবে বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়৷ নিজের সিদ্ধান্ত কীভাবে নিজেকেই নিতে হয়৷ এবং বয়স তাঁদের কাছে মুখ্য কোনো বিষয় নয়৷

গত মাসে ভারতে মুক্তি পেয়েছে ‘টার্নিং থাটি' নামে নতুন একটি ছবি৷ যেখানে ফুটিয়ে তোলা হয়েছে আজকের ভারতীয় সমাজকে৷ ছবির নায়িকা গুল পানাঙ্গ৷ পানাঙ্গ বলছেন, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের নগর জীবনে ঐতিহ্যগত যেসব পরিবর্তন এসেছে এই ছবিতে সেটাই তুলে ধরা হয়েছে৷ গুল পানাঙ্গ জানাচ্ছেন, ‘‘অবশ্যই পরিবর্তন ঘটছে৷ আমার মনে হয় দর্শক খুব সহজেই এই ছবিটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে৷ কেননা, বর্তমানে আপনার চারপাশে এমন অনেক স্বাধীনচেতা নারীকেই দেখতে পাবেন৷''

সফল নারীদের খুঁজে পাওয়া এখন আর কঠিন নয় ভারতে৷ প্রেসিডেন্ট প্রতিভা পাটিল থেকে শুরু করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়েছেন৷ ত্রিশের উপরে বয়স কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চন, রাণী মুখার্জি, শিল্পা শেঠি, প্রীতি জিন্টা এবং কাজল দেবগণের মতো নায়িকারা বলিউডে তাঁদের নিজস্ব অবস্থান ধরে রেখেছেন৷ ত্রিশ বছর পার হয়ে গেলেই এখন আর তাঁরা নায়িকার বড় বোনের ভূমিকায় অভিনয় করছেন না৷

‘টার্নিং থাটি' ছবির পরিচালক অলংকৃতা শ্রীভাস্তব বলেন, ভারতের শহুরে নারীদের চালচিত্র দেখানে হয়েছে তাঁর ছবিতে৷ তিনি বলেন, ‘‘এমন অনেক নারী রয়েছেন, ত্রিশ বছর পার হয়ে যাওয়ার পরও কেন তাঁরা বিয়ে করেননি এমন প্রশ্নের মুখোমুখি এখনও তাঁদের হতে হয়৷ আর এই বিষয়গুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে৷'' তিনি বলেন, তবে আশার বিষয় হচ্ছে, নারীর ক্ষমতায়ন ইতোমধ্যে শুরু হয়ে গেছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়