1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি অধিবেশনেও সংসদে যাবেনা বিএনপি

২৫ সেপ্টেম্বর ২০১০

জাতীয় সংসদের চলতি অধিবেশনেও যোগ দেবেনা প্রধান বিরোধী দল বিএনপি৷ ২০ সেপ্টেম্বর এই অধিবেশন শুরু হয়েছে৷ শেষ হবে ৫ অক্টোবর৷

https://p.dw.com/p/PLvP
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াছবি: AP

বিএনপি-র সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির বৃহস্পতিবার রাতের বৈঠকে সংসদে যাওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি৷ ওই বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারপার্সন খালেদা জিয়া৷ বৈঠকের সিদ্ধান্ত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানান স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার৷ তিনি বলেন, সংসদে দেশের মানুষের কল্যাণে কোনো কাজ হয় না৷ সেখানে অশ্লীল এবং নিম্নরুচির গালাগাল হয়৷ খালেদা জিয়াকেও গালাগাল করা হয়৷ এর প্রতিবাদে কথা বলতে চাইলে স্পিকার কথা বলতে দেননা, বসিয়ে দেন৷ মাইক বন্ধ করে দেন৷ ওই সংসদে গিয়ে কোনো লাভ নেই৷ এম কে আনোয়ার বলেন, তবে সব সময়ই বিএনপি সংসদে যেতে চায়৷ এজন্য পরিবেশ সৃষ্টি করতে হবে৷ এখন সংসদে যাওয়ার কোনো পরিবেশ নেই৷

এদিকে, আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে সংসদ বর্জন করছে৷ তারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়৷ কিন্তু কোনো রাজনৈতিক বিবেচনায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছেনা বলে জানান তিনি৷

বর্তমান ৯ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিল বিএনপি৷ তারপর তারা সংসদ বর্জন করে৷ দীর্ঘ বিরতির পর গত ২রা জুন বাজেট অধিবেশনে মাত্র ২৫ মিনিটের জন্য সংসদে যায় বিএনপি৷ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার আগে তারা সংসদ থেকে ওয়াকআউট করে আর ফিরে যাননি৷

সংসদ সচিবালয়ের হিসেব অনুযায়ী, চলতি সংসদের ৫ম অধিবেশন পর্যন্ত ১৫৮ কার্যদিবসের মধ্যে বিএনপির সংসদ সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন৷ খালেদা জিয়া সংসদে গেছেন মাত্র ৫ দিন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক