1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাঁদের পুকুর, বালির গান

মোয়েন/ফয়ারসেঙার/এসি১ জুন ২০১৫

পশ্চিম চীনে গোবি মরুভূমির প্রান্তে মরুদ্যান শহর দুনহুয়াং, লাখ দু'য়েক মানুষের বাস৷ বালিয়াড়ি অঞ্চলে চাষবাসের সঙ্গে যুক্ত হয়েছে পর্যটন৷ মূল সমস্যা পানির, কেননা হ্রদ ও নদীনালা শুকিয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/1FZvJ
Landschaft Lijiang Fluss
ছবি: picture-alliance/dpa/D. Changzheng

মিংশা – মানে বালির গান – পশ্চিম চীনের মরুদ্যান শহর দুনহুয়াং-এর দক্ষিণের বালিয়াড়িগুলিকে ঐ নামেই ডাকা হয়৷

শহরের প্রান্তে বালিয়াড়িগুলি টুরিস্টদের খুব প্রিয়৷ উটে চড়া আর স্লেজে চড়ে বালির উপর দিয়ে নীচে নামা ছাড়া এখানে আর একটি দ্রষ্টব্য আছে৷

বালিয়াড়ি এলাকার ঠিক মাঝখানে বাঁকা চাঁদের মতো একটি হ্রদ, যা দু'হাজার বছর যাবৎ মাটির নীচে কোনো অদৃশ্য উৎস থেকে পানি সংগ্রহ করে আসছে৷ এই হ্রদটি বহুদিন ধরে ফটোগ্রাফার সুন কুয়ানহুয়া-র ছবির বিষয়বস্তু:

‘‘আগে হ্রদটা আরো অনেক বড় এবং গভীর ছিল – প্রবীণেরা বলেন, দশ মিটার অবধি গভীর, কোনো মানুষ তার তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারেনি৷ ইতিমধ্যে হ্রদটা অনেক ছোট হয়ে এসেছে – আর অগভীর; জলের উচ্চতা এখন মাত্র তিন মিটার৷''

Bildergalerie Qingming Festival China
ছবি: picture alliance/ZUMAPress/Tianmin

দুনহুয়াং-এ ফলের বাগান

তবে পানি কমে আসছে৷ খামারচাষি চিন জিয়ান-এর পিচ ফলের বাগান এখনও সবুজ, কিন্তু মাত্রাধিক কৃষিকাজ আর টুরিস্টদের ভিড়ে ভূগর্ভস্থ পানির মাত্রা ক্রমেই কমে আসছে৷ চিন বলেন:

‘‘সাধারণত আমরা মাসে একবার কিংবা দু'বার পানি পাই৷ পানি ব়্যাশন করা হয় কিনা৷ যাতে গাছগুলো বড় বেশি না বাড়ে আর বেশি পানি না খায়, সেজন্য আমরা বসন্তে গাছগুলোকে ছেঁটে দিই৷ রাসায়নিক সারেও কাজ হয়৷''

প্রতি কিলো শুকনো পিচের জন্যে চিন জিয়ান পান প্রায় ছয় ইউরো মতন৷ অর্থাৎ বছরে তাঁর আয় মোট ৫০ হাজার ইউয়ান, বা চার হাজার ইউরো৷

মরুভূমি আরো কাছে চলে আসছে – বছরে চার মিটার করে বাড়ছে৷ তা সত্ত্বেও যে কেন চাষবাসের কাজে ক্রমেই আরো বাধা আরোপ করা হচ্ছে, সেটা বুঝতে পারেন না চিন:

‘‘সরকার আমাদের বাধা দিচ্ছে৷ বালিয়াড়ির কাছে আমার আরো জমি আছে, কিন্তু তা আমি চাষবাস কিংবা পশুপালনের জন্য ব্যবহার করতে পারব না৷ কেননা আমাদের অতি কম পানি দেওয়া হয়৷''

মরুভূমির জাহাজ

কাজেই চিন এবার পর্যটন শিল্পের দিকে নজর ফিরিয়েছেন – এবং একটি উট কিনেছেন৷ চিন জিয়ান ও তাঁর পরিবারবর্গ খামারের প্রাঙ্গণে দশটি গোল তাঁবু খাড়া করেছেন৷ এগুলো টুরিস্টদের ভাড়া দেওয়া হবে৷ দুনহুয়াং-এর প্রায় দু'লাখ বাসিন্দাদের অনেকে সপ্তাহান্তে মরুভূমির চার্ম উপভোগ করতে আসেন৷ পিচফলের বাগানে পিকনিকের পর টুরিস্টরা যান বালিয়াড়িতে হাঁটাচলা করতে৷

অবশ্য মরুদ্যানে আরো বেশি মানুষ আসার অর্থ আরো পানি খরচ: এই সমস্যার বস্তুত কোনো সমাধান নেই৷ একটা সমস্যা সমাধান করার মানে আরেকটি সমস্যা সৃষ্টি৷

লানঝু-র গবেষণা প্রতিষ্ঠানে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন প্রফেসর কুইজান জুন: তাঁর গবেষণার বিষয় হলো মানুষ আর মরুভূমির পারস্পরিক প্রভাব৷ জুন বলেন:

‘‘মূল সমস্যাটা হলো পানি সরবরাহ৷ আগে শুলে আর দাংহে, এই দু'টি নদী ছিল৷ আজ দু'টিই উধাও হয়েছে৷ দুনহুয়াং-এর মানুষজন শত শত বছর ধরে কৃষিকাজ চালিয়েছেন, কাজেই ভূগর্ভস্থ পানি অনেকটা নেমে গেছে৷ সেটাই হবে আগামীতে মূল মাথাব্যথা৷''

প্রফেসর কুইজান জুন-এর ছাত্র-ছাত্রীরা মাটির বিভিন্ন নমুনা নিয়ে পরীক্ষা করে দেখছেন৷ বালিতে পানির অনুপাত চার শতাংশের কম হলে বাতাসে বালিয়াড়ির ক্ষয় হতে থাকবে৷ এর অর্থ, বালিয়াড়িগুলি স্থিতি হারাবে এবং ‘হটতে' শুরু করবে৷

বাতাস চলার করিডর মরুভূমির অগ্রগতি রুখবে বলে আশা করা হচ্ছে৷ প্রথমে খড়ের গাদা দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু মরুদ্যান শহরের কাছে খড় এখন দুষ্প্রাপ্য৷ কাজেই নতুন বেড়াগুলো প্লাস্টিকের৷ বেড়াগুলোর মধ্যে আবার ঘাস বা ঝোপঝাড় গজালে মাটির ক্ষয় কিছুটা রোখা যাবে৷

কিংবদন্তি বলে, ৭০ কিলোমিটার দূরের ইয়াং-গুয়ান শহরটি নাকি একটি বালির ঝড়ে লুপ্ত হয়৷ দুনহুয়াং-এরও যাতে সেই দশা না ঘটে, সে জন্য সরকার ৬৫ কোটি ইউরো মূল্যের দশ বছরের এক পরিকল্পনা সৃষ্টি করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান