1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চারদিনের মাথায় এমপিও-র সিদ্ধান্ত স্থগিত

১১ মে ২০১০

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন এমপিওভুক্তির মাত্র চারদিনের মাথায় আবার তা স্থগিত হয়ে গেল৷ এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ এই খবরগুলো প্রায় সবগুলো দৈনিকেই গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/NKnu
শেখ হাসিনাছবি: DW

এমপিওর সিদ্ধান্ত স্থগিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির এমপিওভুক্তির সিদ্ধান্তটি স্থগিত করার খবরটিই আজ সবেচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংবাদমাধ্যমগুলোতে৷ ডেইলি স্টার জানিয়েছে, সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রী তাদের পছন্দমত বিদ্যালয় এমপিওভুক্ত না হওয়ায় এই তালিকার বিরোধিতা করেন৷ নিজ দলের মন্ত্রীদের বিরোধিতার কারণে এই তালিকা আগামী তিন মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন প্রধামন্ত্রী শেখ হাসিনা৷ এই তালিকা পুনর্মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কালের কন্ঠ৷ এদিকে সমকালের প্রতিবেদনে জানানো হয়েছে, এমপিওভুক্তির এই তালিকা নিয়ে মন্ত্রিসভায় আপত্তি ওঠার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে যান শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ তবে পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন৷

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সোমবার রাজধানী ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ইত্তেফাক এই খবরটিকে বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে৷ এতে জানানো হয়েছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষিকা ও ছয় ছাত্রীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে৷ এই ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ এদিকে এই সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সহকারী প্রোক্টর অশোক কুমার সাহা ইত্তেফাককে জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

ক্যামেরাম্যান হত্যার ঘটনায় সাত জন গ্রেফতার

সোমবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিডিনিউজ৷ তার আগে বলে নিই, রোববার এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠুর লাশ উদ্ধার করে পুলিশ৷ এরপর রোববার রাতে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেফতার করা হয় বলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ বিডিনিউজকে জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন যে গ্রেফতার হওয়া সাতজনই পেশাদার ছিনতাইকারী৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী