1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিরায়ু আমিন আইপিএলের অন্তর্বর্তী প্রধান

২৬ এপ্রিল ২০১০

বিশিষ্ট শিল্পপতি ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান চিরায়ু আমিনকে আইপিএলের অন্তর্বর্তী প্রধান করা হয়েছে৷

https://p.dw.com/p/N6wD
বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর (মাঝে)ছবি: AP

সোমবার আইপিএল পরিচালনা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই-এর প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর৷

এছাড়া ললিত মোদিকে বরখাস্ত করার ব্যাপারে তিনি বলেন যে, একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য এটা জরুরি ছিল৷ বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, এটা কোনো শাস্তি নয়৷ ‘‘আইপিএল একটি অনেক বড় ব্র্যান্ড, কিন্তু স্বচ্ছতা ও নৈতিকতা তার চেয়েও বড়,'' বলেন মনোহর৷ উল্লেখ্য, রবিবার রাতে মোদিকে আইপিএল প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়৷ তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ম্যাচ পাতানোর ২২ টি অভিযোগ আনা হয়েছে৷ নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য মোদিকে অবশ্য ১৫ দিনের সময়ও দিয়েছে বিসিসিআই৷

মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল৷ এমনকি মোদি নিজেই পদত্যাগ করবেন, নাকি বিসিসিআই তাঁকে বরখাস্ত করবে তা নিয়েও ছিল জল্পনাকল্পনা৷ এদিকে বরখাস্তের পর মোদির মন্তব্য, বিসিসিআই তাঁকে ‘ভয় পাচ্ছে'৷

উল্লেখ্য, কয়েকদিন আগে মোদি দাবি করেন যে, ভারতের প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুরের বান্ধবী অবৈধভাবে আইপিএল-এর নতুন দল কোচির অংশীদার হয়েছেন৷ এই ঘটনার জের ধরে থারুরকে পদত্যাগ করতে হয়৷ এরপর থেকে মোদির উপরও চাপ আসতে থাকে৷

প্রতিবেদক : জাহিদুল হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক