1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলিতে ভূমিকম্প, নিহত ৫

২ এপ্রিল ২০১৪

দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ এতে পাঁচজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন৷

https://p.dw.com/p/1BZzg
Erdbeben vor Chile Warnung vor Tsunami
ছবি: Reuters

নিহতদের মধ্যে কয়েকজন ধসে যাওয়া ভবনের চাপে পড়ে আর কয়েকজন ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যান বলে জানা গেছে৷

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেরুর সীমান্তে অবস্থিত ইকিকে নামে চিলির একটি খনি বন্দর থেকে ১শ' কিলোমিটার উত্তরপশ্চিমে এবং সমুদ্রতলের ২০.১ কিলোমিটার গভীরে৷

ভূমিকম্পের কারণে পরবর্তীতে সুনামির সৃষ্টি হয় বলে জানিয়েছে হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার৷ এর ফলে সর্বোচ্চ ২ মিটারের ঢেউ তৈরি হয়৷ চিলি নৌবাহিনী বলছে, সুনামির কারণে সৃষ্ট হওয়া প্রথম উঁচু ঢেউ ভূমিকম্পের প্রায় ৪৫ মিনিট পর উপকূলে আঘাত হানে৷

চিলির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সংস্থা ওএনইএমআই-এর পরিচালক রিকার্ডো টোরো বলেছেন, ভূমিকম্পের কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ টেলিফোন সেবা ও পানি সরবরাহের লাইন বন্ধ হয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি৷ তবে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে৷

চিলির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট বুধবার দুর্গত এলাকা পরিদর্শন করবেন৷

এর আগে ২০১০ সালে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প ও এর ফলে তৈরি হওয়া সুনামিতে ৫২৬ জন প্রাণ হারিয়েছিল৷

পালিয়ে গেছে ৩০০ বন্দি

ভূমিকম্প ও সুনামির কারণে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইকিকের কারাগার থেকে ৩০০ বন্দি পালিয়ে গেছে বলে জানা গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য