1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলিতে শুরু হয়েছে ত্রাণ কার্যক্রম, লুটতরাজের খবর

১ মার্চ ২০১০

চিলিতে ভয়াবহ ভূমিকম্পের পর শুরু হয়েছে ত্রাণও পুর্নবাসন কার্যক্রম৷ এগিয়ে আসছে আন্তর্জাতিক দাতাসংস্থাগুলো৷ তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটতরাজ এবং অরাজকতার খবর জানাচ্ছে বার্তা সংস্থাগুলো৷

https://p.dw.com/p/MGCP
ছবি: AP

হাইতির পর এবার চিলি৷ ভূমিকম্পের মাত্রার দিক থেকে হাইতির চেয়েও এগিয়ে চিলি৷ তবে পরিস্থিতি হাইতির মতো নয়৷ ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামি'র পরও চিলিতে মৃতের সংখ্যা সাতশ'র ঘরেই আছে৷ সংবাদমাধ্যমগুলো অবশ্য জানাচ্ছে, চিলির ভূমিকম্প দুর্গত দক্ষিণাঞ্চলে খাদ্যের জন্য লুটতরাজ চলছে, বেড়েছে অরাজকতা৷ রাতে সান্ধ্য আইন সত্ত্বেও মানুষ রাস্তায় নেমেছে খাদ্যের খোঁজে৷ আর তাই সেখানে নামানো হয়েছে সেনা, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে৷ বিষয়টি নিয়ে এক দুর্গত মহিলা জানালেন, আমাদের খাবার জন্য পানীয় জল বা কিছুই নেই৷ আমরা একটা পাঁচ তলার বাড়িতে বাস করতাম৷ কিন্তু সেটা ভেঙ্গে গেছে৷ আমাদের কিছুই নেই৷ আমার একটা সন্তান আছে কিন্তু খাবার জন্য একটা রুটিও নেই৷

Chile Flash-Galerie Erdbeben Zerstörungen in Concepcion
ছবি: AP

চিলির সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ এবং পুর্নবাসন কার্যক্রম শুরু করেছে বলে প্রকাশ৷ ভূমিকম্প দুর্গতদের সহায়তায় দাতা সংস্থাগুলো এগিয়ে আসার খবরও পাওয়া যাচ্ছে৷ একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, চিলির পুর্নগঠনে কিছু সাহায্য এবং বিশেষজ্ঞ পাঠাবে দাতা সংস্থাগুলো৷ তবে সেখানে ত্রাণ কার্যক্রম হাইতির মধ্যে হবেনা, কারণ পরিস্থিতি ভিন্ন৷ আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, তাদের স্বেচ্ছাসেবীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সেবা দিচ্ছে এবং ২০ লাখেরও বেশি দুর্গতকে সাহায্যে চিলির মধ্যেই অর্থ সহায়তা চেয়েছে তারা৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা আন্তর্জাতিক গোষ্ঠী কোথায় সাহায্য করবে তা জানতে চিলির প্রেসিডেন্টের সুনির্দিষ্ট বক্তব্যের জন্য অপেক্ষা করছে৷ তবে সংস্থাটির মতে, ভূমিকম্পে চিলির ৫ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আদিবাসীরা সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে৷

এদিকে, সপ্তাহান্তের ভূমিকম্পের পর সোমবারও চিলির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ আছে৷ শোনা যাচ্ছে, এসব জরুরি সেবা সংস্কারের কোন উদ্যোগও এখনো শুরু করেনি সরকার৷ এই মুহুর্তে রেডিও সেখানে জনগণের কাছে তথ্য সরবরাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে৷ অবশ্য সেখানে সোমবার প্রথমবারের মতো, কিছু কিছু গাড়ি চলতে শুরু করেছে৷ ভূমিকম্পের রাতের বর্ণনা দিতে গিয়ে এক পথচারী জানালেন, আমরা ঘুমাচ্ছিলাম৷ এটি আমাদেরকে কোন কিছুই সঙ্গে নেয়ার সুযোগ দেয়নি, এমনকি বালিশটিও না৷ আমরা যেটা করেছি তাহলো সন্তানদের আকড়ে ধরে পাহাড়ে দিকে দোঁড়ে গেছি৷

Chile Flash-Galerie Erdbeben Zerstörungen in Concepcion
ছবি: AP

প্রসঙ্গত, চিলির ইতিহাসে এটি অন্যতম বড় ভূমিকম্প৷ তবে গৃহ নির্মাণে সংগঠিত পরিকাঠামো এবং জীবনযাপন কিছুটা উন্নত হওয়ায় হাইতির মতো ব্যাপক প্রাণহানি ঘটেনি সেখানে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য