1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনকে নিয়ে ব্রাজিলিয়ানদের ভাবনা

১১ মে ২০১০

বর্তমানে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী হল চীন৷ গত বছরই যুক্তরাষ্ট্রকে হটিয়ে চীন এই স্থান দখল করে নিয়েছে৷ তবে চীন সম্পর্কে ব্রাজিলের সাধারণ মানুষদের কী ধারণা?

https://p.dw.com/p/NKoL
ব্রাজিল মানেই ফুটবলছবি: AP

২০০৩ সাল থেকে ব্রাজিল ও চীনের মধ্যে বাণিজ্য বেড়েছে প্রায় ৭৮০ শতাংশ৷ তথ্যটি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা৷ আর বর্তমানে দুদেশের মধ্যে বছরে বাণিজ্যের পরিমাণ প্রায় ৩৬ বিলিয়ন ডলার৷

বোঝা যাচ্ছে যে, দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বেশ উন্নতি হয়েছে৷ কিন্তু সে অনুযায়ী, দুদেশের মানুষের পারস্পরিক সম্পর্ক তেমন জোরালো হয়নি৷ বিশেষ করে চীন সম্পর্কে ব্রাজিলিয়ানদের ধারণা তেমন ভাল নয়৷ যেমন লেখক লিওনার্দো ম্যুলার৷ তিনি বলছেন, চীন বলতে আমি বুঝি কিছু সস্তা জিনিস৷ যেগুলোর মান ততটা উন্নত নয়৷ কেননা চীনারা গুনগত মানের জিনিস তৈরি করেনা৷ তাদের লক্ষ্য, কম দামি পণ্য তৈরি করে বিক্রি বাড়ানো৷ এই হলো চীন সম্পর্কে এক লেখকের মন্তব্য৷ তাহলে সাধারণ মানুষদের যে কী ধারণা তাতো সহজেই অনুমেয়৷

Expo 2010 in China Flash-Galerie
পৃথিবীর বৃহত্তম বন্দর নগরী চীনের শাংহাইছবি: AP

এবার চলুন শুনি ব্রাজিলে বাস করছেন এমন এক চীনা অভিবাসীর বক্তব্য৷ তাঁর নাম আলেক্সান্দ্রে ওং৷ ব্রাজিলে তিনি একটি চীনা রেস্টুরেন্ট চালান৷ এটি তাঁর বাবার প্রতিষ্ঠিত৷ ৫০-এর দশকে ওং-এর বাবা ব্রাজিলে এসে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন৷ ওং-এর জন্মও ব্রাজিলে৷ তিনি বলেছেন, ব্রাজিলে যেসব চীনা নাগরিক বাস করছেন তারা হয় শহরের বাইরে কোনো মার্কেটে কাজ করে, আর না হয় রাস্তায় পাইরেটেড জিনিস বিক্রি করে৷ তবে ওং বলছেন যে, ইদানিং পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ চীনা বিনিয়োগকারীরা এখন ব্রাজিলে টেলিকম কোম্পানি প্রতিষ্ঠা করছে৷

কিছুদিন আগে ওং চীনে গিয়েছিলেন বেড়াতে৷ সেখানে চীনা খাবার দেখার পর তিনি বলছেন যে, ব্রাজিলে চীনা খাবার বলে যেসব পরিচিত সেগুলো আর চীনে বানানো খাবার একরকম মনে হয়নি তাঁর কাছে৷ এর মানে হলো, ব্রাজিলিয়ানরা ঠিক চাইনিজ খাবারটি পাচ্ছেনা৷

তবে সব ব্রাজিলের সব মানুষেরই যে চীন সম্পর্কে ভুল ধারণা তা নয়৷ কারও কারও ধারণা বেশ উঁচু৷ যেমন আইনজীবী আত্তিলিও গোরিনি৷ তিনি বলছেন, চীন হলো একটি অর্থনৈতিক শক্তির নাম৷ আগামী ২০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবে৷ এবং এটাই হলো বাস্তবতা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক