1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনা নেতাদের প্রশংসা পেলেন খালেদা জিয়া

২১ ডিসেম্বর ২০১০

পৌর নির্বাচনের অগ্রগতি, বিমান দুর্ঘটনা, বেগম জিয়ার চীন সফর, ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ সড়ক শোভাযাত্রা, ব়্যাবের ক্রসফায়ার, পুঁজিবাজারের খবরসহ রাজনৈতিক দলগুলোর কিছু খবর আজকে উঠে এসেছে ঢাকার পত্র-পত্রিকার সামনের পাতায়৷

https://p.dw.com/p/Qh5w
Bangladesh, Politikerin, Khaleda Zia, BNP, জাতীয়, সংসদ, বিরোধী, দলীয়, নেত্রী, বিএনপি, চেয়ারপারসন বেগম, খালেদা, জিয়া
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াছবি: DW

চীন-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেছেন চীনের নেতারা৷ সোমবার বেইজিংয়ের গ্রেট হলে দেশটির ভাইস প্রেসিডেন্ট জি জিংপিনের সঙ্গে খালেদা জিয়ার আনুষ্ঠানিক সাক্ষাতের সময় এ কথা বলেন তাঁরা৷ দৈনিক প্রথম আলো, সমকাল, নিউ এইজ, আমার দেশ, ডেইলি স্টার বিশেষভাবে ছেপেছে খালেদা জিয়ার চীন সফরের খবর৷ এতে বলা হচ্ছে, বৈঠকে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন দুই নেতা৷ ১৯৭৫ সালে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন চীনের ভাইস প্রেসিডেন্ট৷ বাংলাদেশের জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার


দেশের শেয়ার বাজারের ইতিহাসের সর্বোচ্চ দরপতনের একদিন পরেই সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার৷ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচক ৩০৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৯৫৯ দশমিক ২৭ পয়েন্টে৷ দৈনিক সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, কালের কণ্ঠ, ইত্তেফাকসহ প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছে পুঁজিবাজারে সুবাতাসের খবর৷ খবরে বলা হয়, সোমবার লেনদেনকৃত ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির৷ তবে রবিবারের চেয়ে এদিন লেনদেন কমেছে ২৭ কোটি টাকা৷ এদিন মোট লেনদেন হয় ১ হাজার ৪৬৯ কোটি টাকার শেয়ারের৷ সোমবার ঢাকার পুঁজিবাজারের প্রায় সবগুলো খাতেই শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী৷

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই বৈমানিকের মর্মান্তিক মৃত্যু

বরিশাল বিমানবন্দর সংলগ্ন রহমতপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার বিধ্বস্ত হয়েছে৷ বিমানটির দুই পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন৷ দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, ডেইলি স্টার, আমারদেশসহ সব পত্রিকায় প্রথম পাতায় স্থান দিয়েছে এই দুর্ঘটনার খবরটিকে৷ এতে বলা হয়েছে, নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও মাহমুদুল হক৷ বিধ্বস্ত বিমান কেটে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে৷ বিমানটি আরো একটি বিমান নিয়ে যৌথ মহড়া দিতে যশোর থেকে বরিশালে এসেছিল৷ যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম