1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের খনি থেকে উদ্ধার পেলেন নয়জন শ্রমিক

৫ এপ্রিল ২০১০

চীনের দুর্ঘটনাগ্রস্ত খনি থেকে আটকে পড়া নয়জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হল রবিবার৷ খনি গহ্বরে এখনও আটকে রয়েছেন অসংখ্য শ্রমিক৷

https://p.dw.com/p/MnDq
চেষ্টা এখনও চলছে জীবিতদের উদ্ধারেরছবি: AP

তিন হাজার মানুষ দিবারাত্র কাজ করে চলেছেন চীনের খনি থেকে জল বের করতে৷ কারণ গত রবিবারের বিস্ফোরণের পর খনির অভ্যন্তর খনিজ জলে ভরে যায়৷ প্রাথমিক ভাবে শ'খানেক কর্মরত শ্রমিক উদ্ধার পেলেও আটকে পড়েন বাকিরা৷ তারপর থেকে শুরু হয় বাকিদের উদ্ধারের চেষ্টা৷ গত শুক্রবার প্রথম বোঝা গিয়েছিল, ভিতরে আটকা পড়া শ্রমিকদের অনেকেই এখনও জীবিত রয়েছেন৷ সেই উদ্ধার প্রচেষ্টায় সাফল্য পাওয়া গেল রবিবার বড় আকারে৷ জীবিত এবং প্রায় অনাহত অবস্থায় খনির গহ্বর থেকে বের হয়ে এলেন নয়জন শ্রমিক৷ প্রায় এক সপ্তাহ যাবত তাঁরা আটকে ছিলেন খনির গভীরে৷

উদ্ধারকাজের চেষ্টা যারা করছেন, তাঁদের ধারণা খনিগহ্বরের অন্তত নয়টি জায়গায় এখনও আটকে পড়া শ্রমিকরা রয়েছেন৷ এবং তাঁরা সকলেই জীবিত বলে উদ্ধারকারীদের ধারণা৷ চেষ্টা চলছে সেইসব জায়গায় কোনরকমভাবে পৌঁছানোর যাতে শ্রমিকদের উদ্ধার করা যায়৷

বস্তুত চীনের কয়লাখনিগুলিতে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে৷ সরকারের উদ্যোগে নিরাপত্তার জন্য কিছু বিশেষ পরিকল্পনা নেওয়া হলেও তা কার্যকরী করার উদ্যোগ সেভাবে চোখে পড়ছে না বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলির৷ সরকারি হিসেবে শুধুমাত্র ২০০৯ সালে ১৬১৬ টি খনি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৩১ জন খনি শ্রমিক৷ তারপরেও এ বিষয়ে প্রশাসনিক উদাসীনতা পরিস্থিতিকে ক্রমশই আরও জটিল করে তুলছে৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - রিয়াজুল ইসলাম