1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের তোপের মুখে গুগল

২৪ মার্চ ২০১০

আমেরিকান ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল চীনা ভাষার সংস্করণ বন্ধ করলেও অন্য পথে তা আবার চালু করার চেষ্টা করে চীনের তোপের মুখে পড়েছে৷

https://p.dw.com/p/Mabl
গুগল চায়না হেডকোয়ার্টার-এ ব্যানারে লেখা আছে ''সাময়িকভাবে বন্ধ''ছবি: AP

হংকং ভিত্তিক সার্ভারের সাহায্যে বা অন্য কোন পথে চীনা সংস্করণ চালু রেখে গুগল চীনে তাদের কাজ চালিয়ে যেতে পারবে৷ গুগলের এই পদক্ষেপে চীনের কমিউনিস্ট সরকার ক্ষুব্ধ৷

চীন বলছে, গুগলের এই উদ্যোগ সম্পূর্ণ ভুল এবং চীনা বাজারে প্রবেশের সময় গুগল যে প্রতিশ্রুতি দিয়েছিল এই পদক্ষেপের মাধ্যমে গুগল তাও লংঘন করছে৷ এই প্রসঙ্গে চায়না ন্যাশনাল আ্যাসোসিয়েশনের ভিক্টর গাও দাবি করেছেন, ‘‘আমি মনে করি গুগলের এই পদক্ষেপ সম্পূর্ণ ভুল এবং চীনা বাজারে প্রবেশের ক্ষেত্রে তারা লিখিত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে৷''

এদিকে গুগল এবং চীনের মধ্যেকার মতপার্থক্যের মীমাংসা না হওয়ায় হোয়াইট হাউস হতাশা প্রকাশ করেছে৷ বেইজিং বলেছে, গুগলের ব্যাপারে চীনের নেয়া সিদ্ধান্তে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন ধরণের প্রভাব পড়া উচিত হবে না৷

গুগলের নিজস্ব ওয়েব সাইটে সেন্সরশিপ ছাড়া বক্তব্য প্রকাশের বিরুদ্ধে এবং মানবাধিকার কর্মীদের নিজস্ব ই-মেইল আ্যাকাউন্টের বিরুদ্ধে চীন ব্যাবস্থা নিতে শুরু করাতেই এই সংঘাতের সূত্রপাত৷ চীনের মূল ভূখণ্ডে গুগলের কার্যক্রম গুগল ডট সিএন বন্ধ করে দেয়ার ব্যাপারে গুগলের সিদ্ধান্ত, চীনের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক বড় রকমের ধাক্কা৷

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুইন গাং সাংবাদিকদের বলেছেন, ব্যবসা প্রতিষ্ঠান গুগলের এটি একটি নিজস্ব সিদ্ধান্ত এবং অন্যরা যদি এটিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা না করে, তবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা কোন প্রভাব ফেলবে না৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক