1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের সঙ্গে সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র: বাইডেন

৪ ডিসেম্বর ২০১৩

চীন সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে তাঁর দেশ ফলদায়ক সহযোগিতায় আগ্রহী৷ পূর্ব চীন সাগরের উত্তেজনা প্রশমনের বিষয়েও কথা বলেছেন তিনি৷

https://p.dw.com/p/1ASjS
US Vizepräsident Biden in China
ছবি: picture-alliance/dpa

যুক্তরাষ্ট্র, জাপান আর দক্ষিণ কোরিয়ার বিমান পাঠানোর জবাবে গত সপ্তাহে পূর্ব চীন সাগরে চীনও বিমান পাঠায়৷ চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে এই বিমান পাঠানোর ফলে সে অঞ্চলের কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে চীন আর জাপানের বিরোধ নিয়ে উত্তেজনা আরো বেড়ে যায়৷ তবে তারপর আর বড় কিছু ঘটেনি৷ উত্তেজনা প্রশমনের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে জাপান সফর করেন৷ সেখান থেকে গিয়েছেন চীনে৷ বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়াতেও যাবেন৷

China Flugzeugträger Liaoning
ছবি: picture-alliance/AP

সফরের শুরুতে বাইডেন চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়েনচাও-এর সঙ্গে বৈঠক করেন৷ এ বৈঠকে তিনি দু দেশের মধ্যে মতবিরোধ কমানোর জন্য চীনা প্রেসিডেন্ট শি চিনপিং-এর অঙ্গীকার এবং প্রচেষ্টার প্রশংসা করেন৷ এ সময় চীন আর যুক্তরাষ্ট্র ফলদায়ক সহযোগিতামূলক সিদ্ধান্ত নিয়ে দু দেশের সার্বিক সম্পর্কে কাঙ্খিত পরিবর্তন আনতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি৷ বুধবারই তাঁর চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা৷

পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে চীন এবং জাপানের মধ্যে উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরে৷ দ্বীপগুলো এখন জাপানের নিয়ন্ত্রণে৷ গত ২৩ নভেম্বর নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে কোনো বিমান প্রবেশ করলে পরিচয়, গতিপথ এবং সে এলাকায় প্রবেশের উদ্দেশ্য জানাতে হবে – চীনের এ ঘোষণার পর উত্তেজনা আবার বাড়তে থাকে৷ প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে জাপান আর দক্ষিণ কোরিয়া সেখানে বিমান পাঠায়৷ পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও বিমান পাঠিয়েছে৷

জাপান সফরে জো বাইডেন বলেছেন, পূর্ব চীন সাগর এলাকায় যুক্তরাষ্ট্র চুক্তির কার্যকারিতা নিশ্চিত করতে চায়, তবে কোনো রকমের সংঘাতে জড়াতে চায় না৷ তাঁর বক্তব্যে এখনো অবশ্য নতুন কিছু পায়নি চীন৷ চীনের সরকার নিয়ন্ত্রিত ‘চায়না ডেইলি' সম্পাদকীয়তে লিখেছে, যুক্তরাষ্ট্র পুরোনো কথাই বারবার বলে পরিস্থিতির উন্নতি আশা করলে ভুল করবে৷ ইংরেজি দৈনিকটি মনে করে, পূর্ব চীন সাগরের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য সবসময় একপেশে৷

এসিবি/জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য