1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে কাল থেকে আইফোন ৪ পাওয়া যাবে

২৪ সেপ্টেম্বর ২০১০

অ্যামেরিকা ও ইউরোপের বাজারে আসার প্রায় তিনমাস পর চীনের বাজারে ঢুকতে যাচ্ছে অ্যাপলের আইফোন ৪৷ আগামীকাল শনিবার থেকে এটি চীনে পাওয়া যাবে৷

https://p.dw.com/p/PLY8
আইফোন ৪ পেয়ে খুশি ক্রেতারাছবি: picture-alliance/dpa

চারটি অ্যাপল স্টোর ছাড়াও চীনের দ্বিতীয় সর্বোচ্চ মোবাইল ফোন অপারেটর ‘চায়না ইউনিকম'-এর আউটলেটে পাওয়া যাবে আইফোন ৪৷ ১৬ গিগাবাইটের একটি সেটের দাম ধরা হয়েছে ৭৪৪ ডলার, যুক্তরাষ্ট্রের বাজারে যার মূল্য ১৯৯ ডলার৷

মাত্র এক সপ্তাহ আগেই চীনের বাজারে এসেছে অ্যাপলের আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার৷ সেটি কেনার জন্য কোনো কোনো ক্রেতাকে কয়েকদিন ধরে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে৷ উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি মোবাইল সেট বিক্রি হয় চীনে৷ কারণ সেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন৷

আইফোন ৪ বিক্রি শুরুর পাশাপাশি বেইজিং ও সাংহাইতে আরও দুটি স্টোর খুলতে যাচ্ছে অ্যাপল৷ ফলে তাদের মোট স্টোরের সংখ্যা দাঁড়াবে চার-এ৷ আগামী বছরের মধ্যে চীনে মোট ২৫টি স্টোর খোলার পরিকল্পনা করছে অ্যাপল৷

এদিকে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার, চীনা কোম্পানি পেট্রোচায়নাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির তালিকায় দু'নম্বরে উঠে এসেছে অ্যাপল৷ আর এক নম্বরে রয়েছে অ্যাক্সনমোবিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ