1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে জাহাজ দুর্ঘটনা

২ জুন ২০১৫

চীনে জাহাজ দুর্ঘটনায় এত মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে সরকার ও প্রশাসনের কড়া নিয়ন্ত্রণের ফলে চীনের মানুষের ক্ষোভ-দুঃখ তেমন একটা চোখে পড়ছে না৷

https://p.dw.com/p/1FaW2
China Schiffsuntergang auf dem Jangtse-Fluss
ছবি: Reuters/cnsphoto

যে কোনো দেশে এমন জাহাজডুবির ঘটনার পর সাধারণত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে ভিড় করেন৷ এমনকি এই অতি-তৎপরতার ফলে উদ্ধারকার্যেও অনেক সময়ে বিঘ্ন ঘটে৷ কিন্তু চীনে এভাবে সংবাদ পরিবেশন সহজ নয়৷ ক্যানাডার টেলিভিশনের চীন প্রতিনিধি জ্যানিস ম্যাকে ফ্রেয়ার টুইটারে অভিযোগ করেছেন, যে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ছাড়া বেশিরভাগ সাংবাদিকদের ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না বলে তাঁর কাছে খবর এসেছে৷

এমন বিপর্যয়ের পর ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্ব পায়৷ চীনের বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে চায়না নিউজ লিংকস৷

বলা বাহুল্য, ফেরি বা জাহাজ দুর্ঘটনায় চালক সহ অন্যান্য কর্মীদের ভূমিকা ও তাঁদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন ওঠে৷ ফার্গাল ব্যারি মার্ফি জানিয়েছেন, এশিয়ায় আবার ফেরি দুর্ঘটনার সময় চালকই প্রায় সবার আগে জাহাজ ছেড়ে চলে গেলেন৷

দুর্ঘটনাগ্রস্ত জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অনেকে৷

দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর ফলে সমবেদনার ঢেউ উঠেছে৷ সম্প্রতি চীনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়াইবো-তে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই দুর্ঘটনার পর তিনি সেখানে সমবেদনা জানিয়েছেন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান