1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে মুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান দলাই লামার

২২ ফেব্রুয়ারি ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাতের পর এবার তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দলাই লামা চীনে মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তিব্বতের স্বায়ত্তশাসনের জন্য আমেরিকা এবং অন্যান্য বিশ্ব শক্তির সহায়তা চাইলেন৷

https://p.dw.com/p/M7RI
হোয়াইট হাউসে দলাই লামাছবি: AP

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দলাই লামা বলেন, ‘‘সেন্সর প্রক্রিয়া-ই সমস্যার মূল উৎস৷'' তিনি বলেন, ‘‘চীন যদি একটি মুক্ত সমাজে পরিণত হয়, তবেই বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে অপ্রয়োজনীয় ভয় এবং সংশয় বলে কিছু থাকবে না৷ আর সেটাই হচ্ছে সমস্যার প্রকৃত সমাধান৷'' ‘‘চীনের জনগণের জন্য আমাদের সম্পর্কে তথ্য বা খবর জানার কোন সুযোগ নেই,'' বলেন দলাই লামা৷

১৯৫৯ সালে তিব্বত থেকে বহিষ্কৃত এই ধর্মগুরু বলেন, ‘‘চীন এবং তিব্বতের এই পরিবর্তনে আমেরিকানদের সহযোগিতা করার সুযোগ রয়েছে৷'' তথ্যের সঠিক প্রবাহ না থাকার কারণেই চীনা সরকার তাঁকে সন্ত্রাসী এবং দানব হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেন দলাই লামা৷ ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেতা তাঁর আঙ্গুল দিয়ে মাথার দুই পাশে দৈত্যাকৃতির দু'টি শিং বসিয়ে মজা করে প্রশ্ন করেন, ‘‘আমি কি দেখতে দৈত্যের মতো?''

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠকের পর দলাই লামা এখন লস অ্যাঞ্জেলেস এলাকা সফর করছেন৷ সেখানে তিনি এতিম শিশুদের জন্য কর্মরত আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড ইন্টারন্যাশনাল এর বেশ কিছু কর্মসূচিতে অংশ গ্রহণ করেন৷ চীন অসন্তুষ্ট হলেও বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দলাই লামার সাথে তাঁর প্রথম বৈঠকের মাধ্যমে তিব্বতিদের পরিচিতি সংরক্ষণ এবং ঐ অঞ্চলে মানবাধিকার রক্ষার জন্য চীনের উপর চাপ দিয়েছেন৷ তবে এই বৈঠকের প্রভাব সম্পর্কে খুব একটা স্পষ্ট করে কিছু বলেননি দলাই লামা৷ তিনি বলেন, ‘‘এই ব্যাপারে এখনই কোন মন্তব্য করা বেশ কঠিন৷ এজন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে৷''

NO FLASH Dalai Lama kommt in Washington an
ফাইল ছবিছবি: AP

ইন্টারনেট ভিত্তিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর উপর চীনা সরকারের নজরদারির বিষয়ে দলাই লামা বলেন, গুগল-এর মতো পশ্চিমা সার্চ ইঞ্জিনগুলো চীনের অভ্যন্তরে মুক্ত চিন্তা এবং তথ্যের অবাধ প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ উল্লেখ্য, গুগল তাদের চীনা ভাষার পরিষেবার উপর চীনা সরকারের কড়াকড়ি নিয়ন্ত্রণের প্রেক্ষিতে সেখানে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল৷

এদিকে, দলাই লামার সাথে বারাক ওবামার বৈঠক এবং তাইওয়ানের জন্য মার্কিন অস্ত্র সরবরাহ অনুমোদনের প্রেক্ষিতে চীন-আমেরিকা সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে৷ ওবামা-দলাই লামা বৈঠকের পরদিনই চীন সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যানকে তলব করে সতর্ক করে দিয়েছে যে, ওবামা দলাই লামার সাথে বৈঠক করে ‘চীন-মার্কিন সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন৷' অবশ্য বিশেষজ্ঞ মহল এবং ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে বিদ্যমান ঘাটতি কমিয়ে আনার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী