1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে হ্যাকার-সাইট বন্ধ, তিনজন আটক

৮ ফেব্রুয়ারি ২০১০

চীনের পুলিশ দেশটির হ্যাকারদের ব্যবহৃত সবচেয়ে বড় সাইটটি বন্ধ করে দিয়েছে৷ মলিকউলাস সফটওয়্যারসহ অন্যান্য হ্যাকিং সেবা বিক্রয়কারী সন্দেহে তিন ব্যক্তিকেও আটক করেছে পুলিশ৷ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমবার একথা জানিয়েছে৷

https://p.dw.com/p/LveV
এক চীনা হ্যাকারছবি: AP

মধ্যচীনের হুবেই প্রদেশ থেকে ‘ব্ল্যাক হক সেফটি নেট' এর তিন স্বত্বাধিকারীকে আটক করে পুলিশ৷ হ্যাকারদের জন্য নানা বিশেষায়িত সেবা প্রদানকারী এ সাইটটির বিনামূল্যে নিবন্ধিত সদস্য সংখ্যা প্রায় ১,৭০,০০০৷ দ্য চায়না ডেইলিসহ বহু প্রাদেশিক পত্রিকা এ খবর দিয়েছে৷

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২,০০০ ভিআইপি সদস্যের কাছ থেকে ফি হিসেবে প্রায় ৭ মিলিয়ন ইউয়ান বা ১ মিলিয়ন ডলার আয় করেছে ওয়েবসাইটটি৷ চায়না ডেইলি জানিয়েছে, ২০০৫ সালে যাত্রাশুরুর পর থেকে এ ওয়েবসাইটটি অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম এবং ট্রোজান সফটওয়্যারসহ অনলাইন যোগাযোগ ফোরামের মাধ্যমে হ্যাকিংয়ের কলাকৌশল ছড়িয়ে আসছে৷

২০০৭ সালে হুবেই প্রদেশের মাচেং শহরে একটি বড় ধরণের ভাইরাস হামলায় এর কয়েকজন সদস্য সম্পৃক্ত বলে পুলিশের সন্দেহের পর থেকে প্রায় ৫০ জন কর্মকর্তা এ ওয়েবসাইটটির ওপর নজরদারি করেছে এবং এদের কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা করে আসছে৷

তবে, তিনটি প্রদেশ থেকে কার্যক্রম পরিচালনা করতে থাকা এই হ্যাকিং সাইটটি বন্ধ করতে পুলিশ কেন দুই বছরেরও বেশি সময় নিল সে বিষয়ে কিছু বলা হয়নি গণমাধ্যমের প্রতিবেদনে৷ চীন সরকারের তথ্যানুসারে হ্যাকাররা অবৈধভাবে প্রায় ২৩৮ মিলিয়ন ইউয়ান হাতিয়ে নিয়েছে এবং চীনের ৩৮০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর গত বছর প্রায় ৭ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান ক্ষতি হয়েছে৷

চীনের ভেতর থেকে পরিচালিত স্পর্শকাতর সাইবার হামলার অভিযোগে মার্কিন ইন্টারনেট জায়ান্ট গুগলের চীন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়াকে কেন্দ্র করে তুমুল বিরোধের পরই চীনের এ হ্যাকিং ওয়েবসাইট বন্ধের খবর পাওয়া গেল৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক