1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চীন ও ভারতে আবারো উচ্চ প্রবৃদ্ধির হার’

৬ জুন ২০১০

জার্মানির বিভিন্ন পত্রপত্রিকায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ওপর মতামত, মন্তব্য ও রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে যে, চীন ও ভারতে আবারো উচ্চ প্রবৃদ্ধির হার লক্ষ্য করা গেছে৷

https://p.dw.com/p/NjIR
ছবি: picture-alliance/dpa

দুটি দেশই বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হারে পুনরায় বিশেষ অবদান রেখেছে৷ কিন্তু উল্লেখযোগ্য অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও, চীন ও ভারত একে দেখছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে৷ এ কথা লিখেছে জার্মান ইন্সটিটিউট অব গ্লোবাল অ্যান্ড এরিয়া স্টাডিজ তার এক পর্যালোচনায়৷ ইন্সটিটিউট এতে লিখছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে উভয় দেশেই বিশেষ করে চীনে দারিদ্র্যের হার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে৷ তবে একই সঙ্গে চীন ও ভারতে ব্যবধান বৃদ্ধি পেয়েছে এবং উপার্জন,স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের কারণে সামাজিক সংঘাত ঘটতে পারে এবং সামাজক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে৷ গ্রামের মানুষের শহরে চলে যাওয়ার ফলে উভয় দেশে আয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান পশ্চিমের দেশগুলোতে আরো বেশি হারে ব্যবসা বাণিজ্য করার প্রস্তুতি নিচ্ছে৷ একদিকে ইউরোর মূল্যমান পড়ে যাওয়া এবং অন্যদিকে তাদের শক্তিশালী অর্থনীতি ভারতের প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ এনে দিয়েছে৷ এই খবরটি পরিবেশন করেছে ফ্রাংকফুর্ট শহর থেকে প্রকাশিত ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং পত্রিকা৷

সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা এর শীর্ষ নেতা মুস্তফা আবু আল-ইয়াজিদ পাকিস্তানে এক মার্কিন ড্রোন বিমান আক্রমণে দৃশ্যত নিহত হয়েছে৷ এই খবরটি দিয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে প্রকাশিত নয় স্যুরসার সাইটুং পত্রিকা৷ ইয়াজিদ এর মৃত্যুর খবর এই প্রথম প্রকাশিত হয় নি৷ এ ধরনের খবর অতীতে ভুল বলে প্রমাণিত হয়েছে৷ এবার অবশ্য তার মৃত্যুর খবরটির সত্যতা আল কায়েদা স্বীকার করেছে৷ পত্রিকাটির মন্তব্য এই খবরটি এবার যদি সত্যিই সত্য হয় তাহলে বলতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এ এটা একটা উল্লেখযোগ্য সাফল্য৷ একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটনে জানান, নিহত ইয়াজিদ বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে৷ সে ছিল মাত্র অল্প কয়েক জনের মধ্যে একজন যার সরাসরি প্রবেশাধিকার ছিল আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এর সাথে৷ ইয়াজিদ এর মৃত্যু হল সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটা বিরাট আঘাত৷ তবে এটা গোষ্ঠীর সন্ত্রাসী তত্পরতার ওপর প্রভাব ফেলবে বলে মনে হয় না৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : দেবারতি গুহ