1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৭ মার্চ ২০১০

পাঁচ দিনের সফরে চীনে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সমর্থন চায় বাংলাদেশ৷ গুরুত্ব পাবে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ৷ কথা হবে সাংপো নদীর বাঁধ নিয়েও৷

https://p.dw.com/p/MVKi
ফাইল ফটোছবি: Picture-alliance/dpa

সম্প্রতি ভারত সফরের পর বুধবার চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি প্রায় একশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ তার সঙ্গে ব্যবসায়ী এবং শিল্প নেতারাও রয়েছেন৷ প্রধানমন্ত্রীর ৫ দিনের এই চীন সফরকে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা৷ তারা মনে করেন, অবস্থানগত কারণে বাংলাদেশ এখন চীনের কাছ থেকে সুবিধা নিতে পারে৷ যেমন বললেন, সাবেক কূটনীতিক মো. জমির৷

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের সঙ্গে চীনের কুনমিং প্রদেশের সড়ক যোগাযোগ, রোহিঙ্গা সমস্যা এবং মিয়ানমারের সঙ্গে সমূদ্রসীমার বিরোধ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. আমেনা মোহসীন ডয়চে ভেলেকে জানান, চীনের সমর্থনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের অনেক সমস্যা সমাধান সম্ভব৷ কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে চীনের তিব্বত এলাকায় সাংপো নদীতে বাঁধ দেয়ার বিষয়েও কথা বলবেন প্রধানমনন্ত্রী৷ চীন ওই নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির প্রক্রিয়া শুরু করেছে৷ সাংপো নদী ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নামে বাংলাদেশের প্রবেশ করেছে৷ সাংপো নদীতে বাঁধ হলে যমুনার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : দেবারতি গুহ