1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেলসি ক্লিন্টন এখন চেলসি মেজভিন্সকি

১ আগস্ট ২০১০

বিয়ে করলেন ক্লিন্টন পরিবারের একমাত্র কন্যা চেলসি৷ আজ থেকে তিনি চেলসি ক্লিন্টন নন, চেলসি মেজভিন্সকি৷ দীর্ঘদিনের ছেলেবন্ধু মার্ক মেজভেন্সকিকে স্বামী হিসেবে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম রাজনৈতিক পরিবারের কন্যা৷

https://p.dw.com/p/OZED
CHELSEA CLINTON
চেলসি ক্লিন্টনছবি: picture-alliance/dpa

নিউ ইয়র্কের একশ মাইল উত্তরের ছোট্ট রাইনবেক শহরে ৫০ একর জমির ওপর নির্মিত এক প্রাসাদে নতুন বর-কনে গাঁট বাধলেন৷ ঢাকঢোল পিটিয়ে নয়, বরং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যতটা সম্ভব আড়ালে রেখেই বিয়ের কাজ শেষ করলো ক্লিন্টন পরিবার৷ কিন্তু তাই বলে মিডিয়াগুলো কিন্তু থেমে নেই৷ তারাই বিয়ের ঢাকঢোল বাজানোর কাজ সেরেছে৷ কি ধরণের পোশাক পরেছে নতুন দম্পতি, ক্লিন্টনরাই বা কি পোশাক পরেছে, কেমন ছিল বিয়ের খাবার দাবার, কারা ছিল বিয়ের অনুষ্ঠানে, এইসব নিয়ে মার্কিন মিডিয়াতে চলছে তুমুল গালগপ্পো৷ এর মধ্যে কোনটা যে সত্য আর কোনটা যে ভুয়া তা বোঝা বড়ই দায়৷

তবে জানা গেছে, অনুষ্ঠানের অতিথির সংখ্যা ছিল পাঁচশর মত৷ এসেছিলেন বিল ক্লিণ্টন প্রশাসনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট, অন্যতম সেরা ডিজাইনার ভেরা ওয়াং, হলিউড তারকা টেড ড্যানসন৷ তালিকায় নাকি ছিলেন হলিউডের বিখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ, টিভি শো তারকা অপরাহ উইনফ্রের মত লোকজন৷ তবে হিলারির বস মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন না, সেটা নিশ্চিত৷

চেলসির বিয়ের পোশাক নাকি তৈরি করেছেন ভেরা ওয়াং, যদিও তা নিশ্চিত নয়, কেবল মিডিয়াগুলোর অনুমান৷ তবে অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা গেছে, চেলসির পরনে ছিল সাদা রংয়ের গাউন, কোমরে প্ল্যাটিনাম রংয়ের নকশা আঁকা৷ চেহারা ঢাকা ছিল সাদা লম্বা পাতলা কাপড়ে৷ আর বর মার্ক মেজভেন্সকিকের পরণে ছিল সাদা কালো বিয়ের স্যুট৷ অন্যদিকে মেয়ের বিয়ের দিনে হিলারি পরেছিলেন ম্যাজেন্ডা রংয়ের গাউন, আর বাবা বিল পরেছিলেন সাধারণ সাদা কালো স্যুট৷

তবে বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে কিছুটা ভিন্নতা ছিল৷ কারণ একদিকে কনে চেলসি খ্রিষ্টীয় মেথডিস্ট, অন্যদিকে বর মার্ক হচ্ছেন ইহুদি৷ নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিয়ের আচার অনুষ্ঠান সারেন বরের দিকে রাব্বি জেমস পনেট এবং কনের দিকে রেভারেন্ড উইলিয়াম শিলাডে৷

বিয়ের পর এক বার্তায় ক্লিন্টন দম্পতি তাঁদের কন্যা এবং নতুন জামাইকে অভিনন্দন জানিয়েছেন৷ জানিয়েছেন তাঁদের উচ্ছাস এবং বাঁধভাঙ্গা আবেগের কথা৷ তবে বিল ক্লিন্টন আগেই বলেছিলেন যে মেয়ের বিয়ের দিন তিনি কাঁদবেন না৷ তিনি কেঁদেছেন কিনা সেটি অবশ্য এখনই জানা যাচ্ছে না৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক