1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চোকার্স’ই থেকে গেলো দক্ষিণ আফ্রিকা

২৬ মার্চ ২০১১

নিন্দুকেরা বলেন, দক্ষিণ আফ্রিকা কখন কী ধরণের খেলবে তা খেলা শেষ হবার আগ পর্যন্ত নাকি বলা যায় না! তাদের কথার আবার প্রমাণ মিললো - চোকার্স নামে খ্যাত এই দলটি গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে যাবার পর৷

https://p.dw.com/p/10hlF
ছবি: UNI

বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন সংস্থা বেশ কিছু জরিপ চালিয়েছিল, কোন দল জনপ্রিয় তা জানতে৷ সেই জনপ্রিয়তার তালিকায় ছিল দক্ষিণ আফ্রিকার নাম৷ খেলার প্রথম পর্বে বেশ ভালো খেলেই তারা পৌঁছে গিয়েছিল কোয়াটার্র ফাইনালে৷ কিন্তু এবার কোয়ার্টার ফাইনালের দরজা কিন্তু আর পেরুতে পারলেন না এই দলের খেলোয়াড়রা৷ ম্যাচ হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হলো তাদের৷ বলা হয়, বড় প্রতিযোগিতায় চাপ নিতে নাকি অক্ষম এই দলটি!

ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৪৯ রানে পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা৷ লো স্কোরিং ম্যাচে কিউইদের ২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে৷ মজার কথা হলো, কালকের খেলায় মাত্র ৬৪ রানে ৮ উইকেট হারায় স্মিথ বাহিনী৷

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন জ্যাক ক্যালিস৷ এছাড়া এবিডি ভিলিয়ার্স ৩৫ ও প্লেসিস ৩৬ রান করেন৷ নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যাকব ওরাম ৩৯ রানে ৪ উইকেট ও ক্যালিসের অসাধারণ ক্যাচ তালুবন্দি করে একাই বিধ্বস্ত করেন হেন্সি ক্রনিয়ের উত্তরসূরীদের৷ অসাধারণ বোলিং-ফিল্ডিংয়ের জন্য ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন ওরাম৷

বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক ডেনিয়েল ভেট্টরি৷ কিন্তু ব্যাটিং এ খুব বেশিদূর এগুতে পারেননি তারা৷ জেসি রাইডারের হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২১ রান৷ দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন রাইডার৷

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ব্রেন্ডন ম্যাককুলামকে ৪ রানের মাথায় পেটানো একটি বল তালুবদ্ধ করে সাজঘরে ফেরত পাঠান অফ স্পিনার রবিন পিটারসন৷ মার্টিন গাপটিলও দলীয় ১৬ রানে পেসার ডেল স্টেইনের বলে আউট হন৷ তখন ঘোর বিপদে তারা৷ তৃতীয় উইকেটে জেসি রাইডার ও সহঅধিনায়ক রস টেলরের ১১৪ রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় কিউইরা৷ টেলর ৭২ বলে ১টি করে চার ও ছক্কায় ৪৩ রান করে ইমরান তাহিরের বলে জ্যাক ক্যালিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ এরপর রোচ টেলর, স্কট স্টাইরিস ও রাইডার বিদায় নিলে কিউইরা থেমে যায় ২২১ রানে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চোধুরী