1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো বায়ার্ন

৮ মে ২০১১

চলতি মৌসুমের শেষ পর্যায়ে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা৷ এপর্যন্ত অন্তত তিনটি স্থান নিশ্চিত৷ ইতিমধ্যে চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড৷ সর্বনিম্ন পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগা থেকে বাদ জাঙ্কট পাউলি৷ আর তৃতীয় স্থানে বায়ার্ন মিউনিখ৷

https://p.dw.com/p/11BSM
বায়ার্ন ও পাউলির খেলার একটি দৃশ্যছবি: dapd

শনিবার বায়ার্ন মিউনিখের কাছে ৮-১ গোলে হারল জাঙ্কট পাউলি৷ ফলে বুন্ডেসলিগার চলতি মৌসুমে প্রথম দল হিসেবে রেলিগেটেড হলো পাউলি৷ সর্বনিম্ন ২৯ পয়েন্ট অর্জন করে বিদায় নিতে হলো বুন্ডেসলিগা থেকে৷ জাঙ্কট পাউলির খুব কাছেই রয়েছে আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ তাদের ঝুলিতে পয়েন্ট মাত্র ৩৪৷ তাই বুন্ডেসলিগা থেকে বাদ পড়ার দলে যোগ হতে পারে তারাও৷ কারণ শনিবারও ফ্রাঙ্কফুর্ট কোলনের কাছে হারল ২-০ গোলে৷

যাহোক, পাউলিকে বিশাল ব্যবধানে হারিয়ে বুন্ডেসলিগায় তৃতীয় স্থান নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ৷ একইসাথে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়িং পর্যায়ের জন্যও নিজেদের স্থান পাকাপোক্ত করল বায়ার্নরা৷ জাঙ্কট পাউলির মাঠে ১০, ৫২ এবং ৮৬ মিনিটে তিনটি গোল করেন মারিও গোমেজ৷ চলতি মৌসুমে সর্বোচ্চ ২৭টি গোল করার কৃতিত্ব এই ফুটবল তারকার ঝুলিতেই৷ ৫৪ এবং ৮৩ মিনিটে গোল করেন অ্যারিয়েন রবেন৷ ৭৪ এবং ৮৭ মিনিটে গোল করেন ফ্রাঙ্ক রিবেরি৷ অপর গোলটি করেন ডানিয়েল ফন বুটেন ৩২ মিনিটে৷

জাঙ্কট পাউলির পক্ষে একমাত্র গোলটি আসে মারসেল এগারের পা থেকে ৭৮ মিনিটে৷ এই জয়ের মধ্য দিয়ে বায়ার্ন মিউনিখের ঝুলিতে এখন ৬২ পয়েন্ট৷ বায়ার্নের চেয়ে এক ধাপ উপরে দ্বিতীয় অবস্থানে বায়ার লেভারকুজেন৷ আর চতুর্থ স্থানে হানোফার৷ শনিবার স্টুটগার্টের কাছে ২-১ গোলে হেরেছে হানোফার৷ ফলে তাদের সংগ্রহ ৫৭৷

অবশ্য, ইতিমধ্যে ঘোষিত চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ডকে শনিবার হারতে হয়েছে ভের্ডা ব্রেমেনের কাছে৷ খেলার ৬ মিনিটেই সাবেক ফরাসি তারকা মিকায়েল সিলভেস্ত্র প্রথম গোল করেন৷ এরপর ৬৩ মিনিটে ডর্টমুন্ডের নেটে বল পাঠান পেরুভিয়ান স্ট্রাইকার ক্লাউডিও পিজারো৷ ফলে ২-০ গোলে হারতে হয়েছে চ্যাম্পিয়ন ডর্টমুন্ডকে৷ তবুও ডর্টমুন্ডের পয়েন্ট ৭২৷ দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের সাথে ব্যবধান ৭ পয়েন্টের৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক