1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন বার্সার সামনে রেকর্ডের হাতছানি

২৬ মে ২০১৩

স্প্যানিশ লা লিগায় ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছে বার্সেলোনা৷ তবুও বাকি দুই খেলায় জিততে চায় তারা৷ কারণ তাদের সামনে রেয়াল মাদ্রিদের করা এক লিগে সর্বোচ্চ ১০০ পয়েন্টের রেকর্ড ছোঁয়ার হাতছানি৷ গত মরসুমে রেকর্ডটি করে রেয়াল৷

https://p.dw.com/p/18dof
ছবি: picture-alliance/dpa/S. Stache

রবিবার বার্সেলোনার খেলা তাদের শহরেরই আরেক ক্লাব এসপানিওলের সঙ্গে, তাদের মাঠে৷ আর জুনের এক তারিখে বার্সার মাঠে খেলতে আসবে মালাগা৷ এই দুই খেলায় জয় চাই বার্সার৷ কেননা একমাত্র তাহলেই তাদের পয়েন্ট হবে ১০০৷

তবে বার্সার এই রেকর্ডের পথে বাধা হতে চাইছে এসপানিওল৷ তারা চায় বার্সাকে হারাতে৷ কেননা বার্সার ওপর তাদের অনেক ক্ষোভ৷ তাদের ধারণা, বার্সেলোনা শহরের বেশিরভাগ লোক বার্সাকেই সমর্থন করে৷ আর এজন্য একই শহরের ক্লাব হওয়া সত্ত্বেও এসপানিওলের খুব বেশি সমর্থক নেই৷

বিষয়টা এতোদূর গড়িয়েছে যে, এসপানিওলের সমর্থকরা বার্সাকে যেন ঠিক সহ্য করতে পারে না৷ একটা ঘটনাই তা বোঝার জন্য যথেষ্ট৷ সেটা হচ্ছে, চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পর বার্সেলোনা শহরের বিখ্যাত ক্রিস্টোফার কলম্বাসের প্রতিমূর্তিটি তাদের দলের জার্সির রেপ্লিকা দিয়ে সাজিয়ে দেয়৷ আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত সেটা যেন ঐ প্রতিমূর্তিতে থাকে সেজন্য শহর কর্তৃপক্ষকে টাকাও দিয়েছে বার্সা৷ বিষয়টা পছন্দ করছেন না এসপানিওলের অনেক সমর্থক৷ তাদেরই একজন টুইটারে শহরের সব পায়রাদের প্রতি বিচিত্র এক আহ্বান জানিয়েছেন৷ তিনি বলছেন, ‘‘ওহে পায়রারা, তোমরা ঐ প্রতিমূর্তির গায়ে থাকা জার্সিতে গিয়ে বসো৷ এরপর তোমাদের যা করার কথা, তা করে দাও!''

এছাড়া একদল সমর্থক জানিয়েছে, বার্সেলোনা যখন খেলতে যাবে তখন নিয়ম অনুযায়ী যখন স্টেডিয়ামে ক্লাবের পক্ষ থেকে অতিথি দলকে ‘গার্ড অফ অনার' দেয়া হবে তখন তারা বার্সার খেলোয়াড়দের পিঠ প্রদর্শন করবে৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য