1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে মাঠে নামছে শাল্কে

২৬ এপ্রিল ২০১১

জার্মানির ফুটবল ক্লাব শাল্কের কোচ রাল্ফ রাঙনিক মনে করেন, চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর সঙ্গে খেলাটা শাল্কের জন্য অনেক বড় একটা ব্যাপার৷

https://p.dw.com/p/113qA
ছবি: AP

এই কথাটা ভাবা শাল্কের কোচের জন্য খুবই স্বাভাবিক৷ কেননা, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব তিনতিনবার ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়েছে৷ সেখানে শাল্কে জার্মানির বুন্ডেসলিগার মধ্যমানের একটি ফুটবল ক্লাব৷

গেলসেন্কিরশেনের ফুটবল স্টেডিয়াম ফেলটিনস আরেনা৷ আর সেখানেই ফাস্ট লেগে খেলার জন্য শাল্কে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড৷ আজ মঙ্গলবার ফাস্ট লেগের এই খেলা দেখতে সেখানে জড়ো হতে যাচ্ছেন দর্শকরা৷

ইটালির ফুটবল ক্লাব ইন্টার মিলানের বিরুদ্ধে দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে এসেছে শাল্কে৷ তাতেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল জার্মানির এই দলটি৷ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলার সময় সেই মেজাজ ধরে রাখতে পারে কিনা তা দেখার বিষয় বলে মনে করছেন সবাই৷

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন৷ রাল্ফ রাঙনিক সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে এলেক্স ফার্গুসনের৷ এবিষয়ে কারো কোনো সন্দেহ নেই৷ এবং আমাদের এই দুইজন কোচের অভিজ্ঞতার মতোই এই দুইটি দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা৷ শাল্কের কোচ আরও বলেন, আমরা খেলায় তরুণ এবং তুলনামূলকভাবে কম অভিজ্ঞ একথা ঠিক৷ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে আমরা খেলার জন্য বেশি মুখিয়ে আছি৷ ইন্টার মিলানের সঙ্গে খেলার সময় আমরা আমাদের উৎসাহ, প্রেরণা এবং শৃঙ্খলা দিয়ে ঠিকই অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে উঠতে পেরেছি৷ আজই দেখা যাবে রাল্ফ রাঙনিকের এই আত্মবিশ্বাস ধোপে টেঁকে কিনা!

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী