1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যালেঞ্জারকে নক আউট করলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন ক্লিটস্কো

২২ মার্চ ২০১০

মাইক টাইসন ও হলিফিল্ডের পর হেভিওয়েট বক্সিং জগতের খবরাখবর যেন আর আগের মত নেই৷ তবে সম্প্রতি আবারও বক্সিংএ নতুন খবর হয়ে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিটস্কো এবং চ্যালেঞ্জার এডি চেম্বার্স এর লড়াই৷

https://p.dw.com/p/MYnM
খেতাব অক্ষুন্ন রাখার পর ক্লিটস্কোছবি: AP

শনিবার জার্মানির ড্যুসেলডর্ফে হয়ে গেল এই দুই হেভিওয়েটের লড়াই, এবং এতে চ্যালেঞ্জার চেম্বার্সকে নক আউট করে দিয়ে খেতাব ধরে রাখলেন ক্লিটস্কো৷ ক্লিটস্কো নাম শুনে ধাঁধায় পড়ে যাবেন না যেন, কারণ ভ্লাদিমির ক্লিটস্কোর আরেক ভাই ভিটালি ক্লিটস্কো বক্সিং এ আরেক চ্যাম্পিয়ন৷ এই দুই ভাই মিলেই এখন হেভিওয়েট বক্সিংএ নেতৃত্ব দিচ্ছেন৷ যাই হোক শনিবার ড্যুসেলডর্ফের ফুটবল স্টেডিয়ামে ৫১ হাজার দর্শকের সামনে মুখোমুখি হন ইউক্রেনের ভ্লাদিমির ক্লিটস্কো এবং চ্যালেঞ্জার যুক্তরাষ্ট্রের এডি চেম্বার্স৷ ৩৩ বছর বয়সি ক্লিটস্কোর তুলনায় ২৭ বছর বয়সি চেম্বার্স অনেকটাই তরুণ বলা চলে৷ তবে চেম্বার্সের চেয়ে ১৪ সেন্টিমিটার বেশি লম্বা ক্লিটস্কো গায়ে গতরে অনেকটাই এগিয়ে ছিলেন৷ শনিবারের আগ পর্যন্ত ক্লিটস্কো ৫৬ টি লড়াইয়ের মধ্যে ৫৩টি জেতেন যার মধ্যে ৪৭ টিতেই তিনি নক আউট করেছেন৷ অন্যদিকে চেম্বার্সের ছিল ৩৬ ম্যাচে মাত্র একটিতে পরাজয়ের রেকর্ড৷ আর ১৮টিতেই তিনি নক আউট করেছেন প্রতিপক্ষকে৷ জয়ের রেকর্ড ভালো হলেও নক আউটের দিক থেকে কিন্তু এগিয়ে ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন ক্লিটস্কো৷

Klitschko Chambers Boxen
লড়াই শেষ হওয়ার পাঁচ সেকেন্ড আগে চেম্বার্সকে নক আউট করেন ক্লিটস্কোছবি: AP

টানা ১২ রাউন্ডের লড়াইয়ের পুরোটা সময় দুই বক্সার পরস্পরের ওপর সতর্ক নজর রাখেন৷ বিশেষ করে চেম্বার্স জানতেন যে ক্লিটস্কোর ঘুসির ওজন অনেক বেশি, অন্যদিকে চেম্বার্সের দ্রুতগতির সামর্থ্যের কথাও জানতেন ক্লিটস্কো৷ তবে পুরো লড়াইয়ে কখনোই চ্যালেঞ্জ জেতার মত মনে হয়নি চেম্বার্সকে৷ শেষ পর্যন্ত লড়াই গড়ায় সর্বশেষ ১২ তম রাউন্ডে৷ লড়াই শেষ হওয়ার আর মাত্র ৫ সেকেন্ড বাকি৷ ঠিক এই সময় সুযোগ পেয়ে যান ক্লিটস্কো৷ চেম্বার্সের মুহূর্তের অসতর্কতায় বিদ্যুৎগতিতে বাঁ হাত চালান তিনি৷ ক্লিটস্কোর আশি মন ওজনের ঘুসি খেয়ে রেফারিকে সঙ্গে নিয়ে রিং এর ওপর ঢলে পড়েন চ্যালেঞ্জার চেম্বার্স৷ আর উঠতে পারেন নি তিনি৷ এবং সেখানেই খেতাব রাখার লড়াই জিতে নেন ক্লিটস্কো৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই