1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় হলো রিহানার

১ আগস্ট ২০১৩

তারকাদের সব কিছুরই খুব কদর৷ ক্ষেত্রবিশেষে বেশি কদর চেহারার৷ রিহানার ছবির যে খুব কদর তা জানে বলেই ব্যবহারও করেছিল ‘টপশপ’৷ অনুমতি না নেয়ায় মামলা করেছিলেন রিহানা৷ সে মামলা জেতায় এখন ক্ষতিপূরণও দাবি করতে পারবেন তিনি৷

https://p.dw.com/p/19Htb
Rihanna performs at the 55th annual Grammy Awards in Los Angeles, California, February 10, 2013. REUTERS/Mike Blake (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMY-SHOW)
ছবি: Reuters

ব্রিটেনের ফ্যাশন চেইনশপ ‘টপশপ' স্বত্ব কিনেই টি-শার্টে ব্যবহার করেছিল রিহানার ছবি৷ কিন্তু কিনেছিল এক ফটোগ্রাফারের কাছ থেকে৷ সেই ফটোগ্রাফার ছবিটি তুলেছিলেন উত্তর আয়ারল্যান্ডে৷ বার্বাডোজে জন্ম নেয়া পপ গায়িকা রিহানার তখন সেখানে একটা মিউজিক ভিডিওর শুটিং করছিলেন৷ ব্রিটেনের আরেক চেইনশপ ‘রিভারআইল্যান্ড'-এর সঙ্গে চুক্তিবদ্ধ রিহানা আইনগতভাবে তাঁর ছবি কখনোই আরেক চেইনশপ ‘টপশপ'-কে ব্যবহার করতে দিতে পারেন না৷ তাঁর অজান্তেই হয়েচে ‘রিভার আইল্যান্ড'-এর সঙ্গে চুক্তির শর্তবিরোধী একটি কাজ৷ রিহানা সেটা মেনে নেননি৷ বিষয়টি জানার পরই গত জুলাইয়ে ‘টপশপ'-এর বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন৷ বুধবার সেই মামলার রায় পেয়েছেন ২৫ বছর বয়সি গায়িকা৷

Singer Rihanna arrives at the 55th annual Grammy Awards in Los Angeles, California February 10, 2013. REUTERS/Mario Anzuoni (UNITED STATES - Tags: ENTERTAINMENT) (GRAMMYS-ARRIVALS)
রিহানাছবি: Reuters

এদিকে আদালতের রায় বিপক্ষে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে ধনকুবের ফিলিপ গ্রিনের আর্কেডিয়া গ্রুপের চেইনশপ ‘টপশপ'৷ তাদের আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করার কথা ভাবা হচ্ছে৷ ‘টপশপ'-এর জন্য তবু আপাতত স্বস্তি, রিহানা মামলা করেছেন ঠিকই, এখনো ক্ষতিপূরণ দাবি করেননি৷ দাবি করার সময় অবশ্য এখনো আছে!

এসিবি / ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য