1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি প্রযোজকদের মন্দা, টিভি চ্যানেলের সুদিন

৫ মে ২০১১

হলিউড ছবির বাজারে মন্দা যাচ্ছে, কমে যাচ্ছে প্রযোজকদের আয়৷ হলিউডের বড় দুটি প্রতিদ্বন্দ্বী প্রযোজক প্রতিষ্ঠান টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স এবং ওয়ার্নার ব্রাদার্সের অবস্থা এরকম৷ তবে টিভি চ্যানেলগুলো এই সুযোগে ভালো কামিয়ে নিচ্ছে৷

https://p.dw.com/p/119DU
টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স

বিগত ২০০৮ সালের শেষ দিকে অ্যাভাটার মুক্তির পর বড়সড় ব্যবসা করেছিল রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশন এর প্রযোজক প্রতিষ্ঠান টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স৷ কিন্তু গত বছরের পর এই বছর আর তেমন কোন ছবি এখনও বক্স অফিসে বড় কোন নাড়া ফেলতে পারেনি৷ ফলে ব্যবসাও তেমন ভালো যাচ্ছে না তাদের৷ চলতি বছরের প্রথম তিন মাসে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের আয় ৬৩৯ মিলিয়ন ডলার, অথচ গত বছর এই সময় তাদের আয় ছিল ৮৩৯ মিলিয়ন, অর্থাৎ শতকরা ২১ ভাগ বেশি৷

Flash-Galerie 100 Jahre Hollywood
অ্যাভাটার ছবির পর বড় ব্যবসা সফল ছবি এখনও তেমন আসেনিছবি: AP

একই অবস্থা টাইম ওয়ার্নার্স এর প্রযোজক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এর৷ গত বছর তাদের শার্লক হোমস এবং দ্য ব্লাইন্ড সাইড দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল৷ তবে এই বছর তাদের অবস্থা তেমন ভালো নয়৷ গত বছরের প্রথম এক চতুর্থাংশে তাদের আয় ছিল ৭২৫ মিলিয়ন ডলার, চলতি বছর তার শতকরা ১০ ভাগ কমে নেমেছে ৬৫৩ মিলিয়ন ডলার৷

তবে ছবির বাজারের এই মন্দা কিন্তু আবার টিভির বাজারে পৌষমাস এনে দিয়েছে৷ তেমন কোন নতুন ছবি না আসায় দর্শকরা এখন সিনেমা হলে না গিয়ে বাসাতেই টিভি দেখছে বেশি৷ আর সেই সুযোগ টিভি বিজ্ঞাপনেরও এখন রমরমা অবস্থা৷ আর টিভি সিরিজগুলোও আগের চেয়ে আয় করছে অনেক বেশি৷ নিউজ কর্পোরেশন এর সিনেমা বিভাগ আগের চেয়ে কম আয় করলেও টিভি বিভাগ আয় করেছে গত বছরের চেয়ে চারগুণ বেশি৷ একইভাবে টাইম ওয়ার্নারের আয়ও বেড়েছে তাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সিএনএন এবং এইচবিও-র সুবাদে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য