1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মিজানুর

২৫ অক্টোবর ২০১০

রূপগঞ্জে সেনা আবাসনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় পরিস্থিতি এখনো থমথমে৷ রয়েছে বখাটেদের হানায় মিজানুরের করুণ মৃত্যুর খবর৷ আর চালকের অভাবে বিমানের উড়াল নিয়ে বিপত্তি৷ আজকের গণমাধ্যমে এসবই জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/Pmet
ফাইল ফটোছবি: AP

রূপগঞ্জে থমথমে পরিস্থিতি

‘রূপগঞ্জ থমথমে' - দৈনিক ইত্তেফাকের মূল শিরোনাম এটি৷ নারায়নগঞ্জের রূপগঞ্জে সেনা আবাসনের জমি কেনা নিয়ে শনিবারের সংঘর্ষের পর পরিস্থিতি থমথমে রয়েছে৷ গোটা এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘রূপগঞ্জে আতঙ্ক, একজনের মৃত্যু'৷ সেনা, ব়্যাব আর পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ একজন রোববার মারা গেছে৷ সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে৷ দৈনিক প্রথম আলোর অপর শিরোনাম, ‘মায়ের বিলাপ, আমার পোলার কি অপরাধ'৷ গুলিতে আহত যুবক মোস্তফা জামাল হায়দার মারা গেলে, রূপগঞ্জে শোকের ছায়া নেমে আসে৷ দৈনিক সমকাল জানাচ্ছে, ‘৩-৪ হাজার গ্রামবাসীর বিরুদ্ধে ব়্যাব-পুলিশের মামলা৷'

মিজানুর মারা গেলেন

দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘মিজানুরের বিদায়ে কি প্রতিবাদ থেমে যাবে?' শনিবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ এর আগে কয়েকদিন তিনি ছিলেন ‘ক্লিনিক্যাল ডেড'৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘চলে গেলেন নাটোরের প্রতিবাদী শিক্ষক মিজানুর রহমান'৷ নিজ কলেজের ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের রোষানলে পড়েন মিজানুর৷ ১২ই অক্টোবর তাঁর শরীরের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয় দুই বখাটে আসিফ ও রাজন৷ রড দিয়েও আঘাত করা হয় তাঁকে৷ এই ঘটনায় আসিফকে আটক করা হলেও, রাজন এখনো পলাতক৷

বিমানের উড়াল এলোমেলো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বিমানের ফ্লাইটসূচি এলোমেলো'৷ চালক সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ালে এলোমেলো অবস্থা চলছেই৷ রোববার বিকেলে অভ্যন্তরীণ রুটের একটি উড়াল বাতিল হয়৷ আন্তর্জাতিক রুটের আরেকটি উড়াল দেরিতে ছাড়ে৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘বিমানের সিডিউল বিঘ্নিত'৷

ভৈরব জেলা হবে

‘রাষ্ট্রপতির ঘোষণা, শিগগির ভৈরব জেলা হবে'৷ রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান জানিয়েছেন, ভৈরবকে জেলা করার বিষয়টি মন্ত্রী পরিষদের সভায় অনুমোদিত হয়েছে৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই