1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছারপোকার অত্যাচারে অতিষ্ঠ এন ওয়াই

৯ আগস্ট ২০১০

এবার কোনো বিশেষ মানুষ নয়, রীতিমতো টিভি সেলেব্রেটি হয়ে উঠেছে ছারপোকা৷ আর কেনই বা তা হবেনা ? ইতিমধ্যে নিউইয়র্ক শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ছারপোকা৷ শহরের দোকান ও বিপণি বিতানগুলোতেও দেখা যাচ্ছে এদের৷

https://p.dw.com/p/OfFU
bugs, bedbugs, bed, wanze
ছারপোকাও কিন্তু দেখতে বেশ সুন্দর হতে পারেছবি: AP

নিউইয়র্কের গণমাধ্যমগুলোতেও জায়গা করে নিয়েছে ছারপোকা, যে জায়গায় আজ অবধি যেতে পারেনি জনপ্রিয় ভ্যাম্পায়ার সিরিজ ‘দি টুইলাইট সাগা'ও৷ নিউইয়র্কের সব জায়গাতেই এখন এদের রাজত্ব৷

সাধারণত ছারপোকা ঘরের আনাচে-কানাচে লুকিয়ে থাকলেও রাতে বেরিয়ে আসে৷ মানুষের রক্ত খেয়ে বেশিরভাগ ক্ষেত্রে বিছানার পাশেই পড়ে থাকে৷ শরীরের যে জায়গাটি থেকে এটি কামড় দেয় সেখানে দাগ হয়ে যায় ও চুলকাতে থাকে৷ কিন্তু নিউইয়র্কের ছারপোকাগুলোকে দেখা যাচ্ছে বাইরে ঘুরে বেড়াতে৷ শহরের দোকানগুলোতে মানুষের ওপর চড়াও হচ্ছে ৷ সম্প্রতি এই হামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ৩টি দোকান বেশ কিছুদিন ধরেই বন্ধ রাখতে বাধ্য হয়েছে মালিকরা৷

ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাবারকম্ব ও ফিচ কোম্পানির প্রধান মাইকেল এস জেফরিস নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গকে এ বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিতে বলেছেন৷

এর জবাবে শহর কর্তৃপক্ষ দিয়েছেন এইভাবে, ‘কাপড় কোম্পানিগুলোর উঁচিত ছিলো এই মহামারীর বিরুদ্ধে লড়ার৷' কিন্তু নিউইয়র্ক কর্তৃপক্ষ এ কথা বলে পার পাচ্ছেন না৷ গত বছর মার্চে ছারপোকা সমস্যা সমাধানে উপদেশদানের জন্য একটি দল গঠন করতে হয়েছিলো মেয়রকে৷

সন্ধায় নিউইয়র্কের যেকোনো টিভি চ্যানেল খুললেই পোকামাকড় ধ্বংসকারী বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেখা এখন একটি সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে৷ শুধু তাই নয়৷ এখন টিভি শোতেও আলোচনার বিষয় হয়ে দাড়িয়েছে ছারপোকা৷

কাপড়ের মধ্য দিয়েও ছারপোকা প্রায়ই একজন থেকে অন্যজনের কাছে চলে যায়৷ এক জায়গায় অনেক মানুষ ভিড় করলে এরা লাফিয়েও একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে৷ গাড়িতে করে বিছানার তোশক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলেও এরমধ্য দিয়ে ছারপোকা ছড়িয়ে পড়তে পারে৷ আর এরা বংশবৃদ্ধি করে দুরন্ত গতিতে৷

তাই বিশেষজ্ঞরা এসব তোশককে বায়ুরোধী ব্যাগে ভরে যতটা সম্ভব সেটা রোদে রাখার পরামর্শ দিচ্ছেন৷ বলছেন বিছানার চাদরকে গরম পানি দিয়ে পরিস্কার করতে৷ কিন্তু নিউইয়র্কবাসীরা যাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করেই চলতে হয়, তাদের জন্য বাড়িতে এই পোকা নার্সারী বই এর এই ছড়ার মতোই নতুন মাত্রা যোগ করেছে-‘গুড নাইট স্লিপ টাইট৷ ডোন্ট লেট দ্য বেডবাগস বাইট৷'

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়