1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বড়দের খেলার জায়গা'

মাটিয়াস লাওয়েরার/এসি১৫ মার্চ ২০১৪

ছোটদের যেমন প্লেয়িং গ্রাউন্ড থাকে, জার্মানিতে বড়দের জন্যও সেই রকম পাবলিক শো জাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করা আছে৷ বড়রা সেখানে ব্যালান্সিং কিংবা এক্সারসাইজ করে নিজেদের ফিট রাখতে পারেন৷

https://p.dw.com/p/1BPm0
Deutschland Fitnessparcours in Bonn
ছবি: DW/M. Lauerer

ডয়চে ভেলের মুখ্য কার্যালয় যে বন শহরে, আপনি যদি সেখানকার ব্রুজার ব্যার্গ এলাকাতেও যান, তাহলে এ ধরনের একটি বড়দের প্লেগ্রাউন্ডের দেখা পাবেন: ব্যায়াম কিংবা কসরত করার ছ'টি সরঞ্জাম রাখা রয়েছে৷ তাদের মধ্যে হাত-পায়ের ব্যায়াম করার সরঞ্জাম আছে; ব্যালান্স করার জন্য স্ল্যাকলাইন আছে৷ কোনো ‘জগার' হয়ত দৌড় শেষ করে এসে এখানে একটু লেগ এক্সটেনশন মেশিনে বসে পায়ের এক্সারসাইজ করে নিলেন৷ তিনি সারাদিন কাজের পর খানিকটা জগিং করে এখানেই আসেন, নিখর্চায় ফিটনেস ট্রেনিং করার জন্য৷

‘ফিট, ফ্রি, ফান অ্যান্ড ফাংশন'

এই ধরনের ‘বড়দের খেলার জায়গা'-কে জার্মান পরিভাষায় বলে ফোর-এফ স্পোর্ট সেন্টার৷ ঐ চারটে এফ হলো ‘ফিট, ফ্রি, ফান অ্যান্ড ফাংশন'-এর সংক্ষিপ্ত রূপ৷ এগুলো বানায় ‘প্লেপার্ক' নামধারী এক জার্মান কোম্পানি৷ ৪০০-র বেশি এ ধরনের ফোর-এফ স্পোর্ট সেন্টার সৃষ্টি করা হয়েছে জার্মানিতে৷ জায়গাটি বড় আকারের হলে এবং ব্যায়ামের সরঞ্জাম বেশি হলে এক লাখ ইউরোর বেশি খরচা পড়াটাও অস্বাভাবিক নয়৷ কিন্তু এর জনস্বাস্থ্যগত লাভ এতই বেশি, যে অর্থের পরিমাণটাকে মাত্রাধিক বলে মনে করার কোনো কারণ দেখেন না উদ্যোক্তারা৷

আমরা নাম দিয়েছি ‘বড়দের খেলার জায়গা', কিন্তু সেটা সজ্ঞানে এবং সকারণেই৷ ফোর এফ সেন্টারগুলির বড় অনুরাগী হলেন ৫০ বছরের উপরে যাঁদের বয়স, এমনকি ৬৫ বছরের উপরে যাঁদের বয়স, সেই প্রবীণেরা৷ ফোর এফ সেন্টারে এই বয়স্কদের অনুপাত হলো ৩০ শতাংশ৷ এঁদের মধ্যে অনেকেই এই ‘খেলার জায়গাগুলিতে' ১৫ থেকে ৩০ মিনিট ব্যায়াম করে থাকেন৷ মনে রাখতে হবে, জার্মান সমজে বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যা ও অনুপাত বাড়ছে৷ আর ঠিক সেই অনুপাতে বাড়ছে এই ফোর এফ সেন্টারগুলির উপযোগিতা৷

বিভিন্ন শহরের পৌর কর্তৃপক্ষ মডেলটি পছন্দ করেছেন, কেননা এর ফলে বিভিন্ন প্রজন্মের মানুষ একসঙ্গে পাবলিক স্পেস ব্যবহার করতে পারছেন৷ চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে যেমন দল বেঁধে সরকারি পার্কে ‘তাই চি' ইত্যাদি করার প্রথা আছে, তেমনই জার্মানিতে এই ‘বড়দের খেলার জায়গা' একদিন সমাজজীবনের অঙ্গ হয়ে উঠবে বলে আশা করছেন কর্মকর্তারা৷ বিশেষ করে যখন অন্যান্য ছোটখাটো কাজ করতে বেরিয়ে সহজেই ফোর এফ সেন্টারে এক চক্কর কেটে আসা যায়৷

সবচেয়ে বড় কথা, মানুষ একাকী যা করার প্রেরণা পায় না, সমবয়সি ও সমব্যথীদের সঙ্গে ঠিক সেই কাজ করেই আনন্দ পায় মানুষ: যেমন ফোর এফ সেন্টারে ব্যায়াম করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য