1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিজেটের শব্দ কুমিরকে উত্তেজিত করে!

১৯ ডিসেম্বর ২০১০

ইসরায়েলের কথা উঠলেই মধ্যপ্রাচ্য সংঘাতের কথা মনে পড়ে৷ কোথাও দাগা হচ্ছে রকেট, কোথাও চলেছে তার উত্তরে বিমান হানা৷ কিন্তু জঙ্গিজেটের আওয়াজ এক তৃতীয় পক্ষের কানে সম্পূর্ণ অন্যরকম শোনায়৷

https://p.dw.com/p/Qfzb
ছবি: AP

খবরটির উৎপত্তি গোলান পর্বতমালায়৷ সেখানে রয়েছে একটি কুমির প্রজনন কেন্দ্র৷ বর্তমানে প্রায় ১০০টি কুমির রয়েছে সেখানে৷ ঐ কেন্দ্রের উপর দিয়ে মাঝে মাঝেই জঙ্গিজেট উড়ে যায়৷ আর এই বিমানের আওয়াজ যে কী রকম, তা'তো সবাই জানেন৷

সেই আওয়াজ অনেকে ভয় পেলেও কুমিরের ক্ষেত্রে ঘটনা ঘটেছে অন্য৷ জঙ্গিজেটের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কুমিরগুলো এক ধরণের শব্দ করতে থাকে৷ যেটা সাধারণত তারা করে যৌনকর্মে লিপ্ত হওয়ার আগে! অর্থাৎ শব্দ শুনে কুমির মনে করে অন্য পুরুষ কুমির বোধ হয় যৌনকাজের জন্য প্রস্তুত হচ্ছে৷

ইসরায়েলের দৈনিক মারিভ পত্রিকা মজার এই খবরটি দিয়েছে৷ হামাত গাদের পার্ক নামের ঐ প্রজনন কেন্দ্রের প্রধান ডেভিড গোলান বলেছেন, বিমানের শব্দ অনেকটা গাড়ির ব্রেকের মতো৷ এবং কয়েকশো মিটার পর্যন্ত এটা শোনা যায়৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী