1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহ

৭ অক্টোবর ২০১০

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি আবার আলোচনায় এসেছে৷ একদিকে সৈন্য মারার ঘটনায় পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আল-কায়েদার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ করছেনা বলে সমালোচনা করেছে হোয়াইট হাউস৷

https://p.dw.com/p/PXai
আল-কায়েদার বিরুদ্ধে পাকিস্তান সরাসরি যুদ্ধ করছেনা বলে হোয়াইট হাউজ অভিযোগ করেছেছবি: AP

‘সরাসরি যুদ্ধ' কথাটা দিয়ে হোয়াইট হাউজ বলতে চাইছে, আল-কায়েদা ও তালেবান জঙ্গিরা দুর্গম অঞ্চলে থাকলেও পাকিস্তানি বাহিনী সেখানে না গিয়ে রাস্তার আশেপাশে থেকে কোনোরকমে দায়িত্ব পালন করছে৷ অর্থাৎ তারা জঙ্গিদের মুখোমুখি হচ্ছে না বলে অভিযোগ করেছে হোয়াইট হাউজ৷ এ ব্যাপারে তারা একটি প্রতিবেদন জমা দিয়েছে কংগ্রেসের কাছে৷ ওয়াল স্ট্রিট জার্নাল গোপন এই প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করে দিয়েছে৷

তবে হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস অভিযোগ কিছুটা হালকা করার চেষ্টা করেছেন৷ এছাড়া তিনি জঙ্গি দমনে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন৷ তিনি বলছেন জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করা সহজ নয়৷ তবে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তিনি৷ তবে হোয়াইট হাউজের অভিযোগ নিয়ে কোনো সন্দেহ নেই মার্কিন সেনেট সিলেক্ট কমিটি অন ইন্টেলিজেন্সের প্রধান সেনেটর ডায়ানে ফেইন্সটেইনের৷ তিনি বলেন পাকিস্তান যে দ্বৈত ভূমিকা পালন করছে তাতে কোনো সন্দেহ নেই৷

হোয়াইট হাউজের অভিযোগের কারণে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হবে বলে মনে করছেন অনেকেই৷ এমনিতেই মার্কিন হেলিকপ্টার হামলায় দুজন পাকিস্তানি সৈন্য মারা যাওয়ার ঘটনা নিয়ে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক তেতো হয়ে আছে৷ এর প্রতিবাদে পাকিস্তান সীমান্ত দিয়ে ন্যাটোর সরবরাহ বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ যেটা এখনো বলবৎ রয়েছে৷ তবে ঐ ঘটনার জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র৷ পাকিস্তানে থাকা মার্কিন রাষ্ট্রদূত অ্যান পিটারসন এই ক্ষমা চান৷ এদিকে আফগানিস্তানে ন্যাটো কমান্ডার ডেভিড পেট্রেয়াস, এ ধরণের ঘটনা আর ঘটবেনা বলে অঙ্গীকার করেছেন৷ এছাড়া ন্যাটো স্বীকার করে নিয়েছে যে তাদের হেলিকপ্টার পাকিস্তানের সীমানায় প্রবেশ করেছিল৷ তবে এরপরও কিন্তু পাকিস্তানে ন্যাটোর আক্রমণ থেমে নেই৷ গতকালও পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালক বিহীন বিমান ড্রোন থেকে আক্রমণ হয়েছে৷ তাতে আট জঙ্গি নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা বলছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা